
ডেস্ক: অলিম্পিক ২০০ মিটার স্প্রিন্টে স্বর্ণ অক্ষুন্ন রেখেছেন জ্যামাইকান সুপারস্টার উসাইন বোল্ট।
শুক্রবার বাংলাদেশ সময় সকাল ৭টায় রিওর নীল ট্র্যাকে আবারও দেখা গেল বোল্ট বিদ্যুত। ছয় নম্বর লেনে দৌড়ানো বোল্টের সঙ্গে পেরে উঠেননি কেউই। ১৯ দশমিক ৭৮ সেকেন্ড সময় নিয়ে তিনি জিতলেন টানা তৃতীয় অলিম্পিক ২০০ মিটার স্বর্ণ।
২০.০২ সেকেন্ডে রৌপ্য জিতেছেন কানাডার আন্দ্রে ডি গ্রেস। তৃতীয় হয়েছেন ফ্রান্সের ক্রিস্টোফার লেমেত্রি। তার লেগেছে ২০.১২ সেকেন্ড সময়।
২০০৮ সালে বেইজিং ও ২০১২ সালে লন্ডনে ১০০, ২০০ ও ৪×১০০ মিটার রিলেতে জয়ী বোল্টের অলিম্পিক সোনা হল ৮টি। এই আসরে আর মাত্র ৪×১০০ মিটারের রিলেতে সোনা জিতলেই তিনি গড়বেন ঐতিহাসিক ‘ট্রিপল ট্রিপল’ রেকর্ড।
রিও ডি জেনেরিয়োর এই আসর হতে যাচ্ছে ২৯ বছর বয়সী বোল্টের শেষ অলিম্পিক। গত ফেব্রুয়ারিতে তিনি জানিয়েছিলেন, ২০১৭ বিশ্ব চ্যাম্পিয়নশিপের পর অবসর নেবেন তিনি।
প্রতিবেদন- মাহতাব শফি