
ঢাকা: প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহার নির্দেশে হাইকোর্টে ২০১০ সালের আগের সকল মামলা দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নেয়া হয়েছে। সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার ( প্রশাসন ও বিচার) মো: সাব্বির ফয়েজ এ তথ্য জানান।
তিনি জানান, হাইকোর্টে ২০১০ সালের আগের সব মামলা দ্রুত নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি। তারই আলোকে ২০১০ সালের পূর্বের সব মামলা পর্যায়ক্রমে নিস্পত্তির উদ্যোগ নেয়া হয়েছে। ওইসব মামলা নিস্পত্তিতে এখতিয়ারাধীন আদালতে শুনানির জন্য কার্যতালিকায় দেয়া হচ্ছে।
তিনি বলেন, বিচার প্রার্থীদের হয়রানি লাঘব, মামলা জট নিরসন এবং বিচার ব্যবস্থার প্রতি মানুষের আস্থা প্রতিষ্ঠায় এ উদ্যোগ ইতিবাচক ফল বয়ে আনবে।
তিনি জানান, বিভিন্ন কারণে হাইকোর্ট বিভাগের পুরাতন মামলাগুলো শুনানির উদ্যোগ নেয় না কেউ। অনেক সময় বাদী-বিবাদীরাও মামলা পরিচালনায় আগ্রহ হারিয়ে ফেলে। তাই ২০১০ সালের আগের পুরনো মামলাগুলো দ্রুত নিষ্পত্তি করতে নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি।
প্রতিবেদক: ফজলু, সম্পাদনা: জাহিদ