
বাগদাদ: ২০১৬ সালে সহিংসতায় অন্তত ৬ হাজার ৮৭৮ জন বেসামরিক ইরাকি নাগরিক প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘ। জাতিসংঘের ইরাকি সহায়তা মিশন (ইউএনএএমআই) গত সোমবার এক বিবৃতিতে এই তথ্য প্রকাশ করে।
ইউএনএএমআই এর তথ্য অনুযায়ী, গত বছর ১২ হাজার ৩৮৮ জন বেসামরিক নাগরিক সহিংসতার কারণে আহত হন। তবে ইরাকের পশ্চিমাঞ্চলীয় আনবার প্রদেশে মে, জুলাই, আগস্ট এবং ডিসেম্বর মাসের হতাহত বেসামরিক নাগরিকদের সংখ্যা এই পরিসংখ্যানে অন্তর্ভুক্ত করা হয়নি।
হতাহতের এই সংখ্যা পরম সর্বনিম্ন সংখ্যা হিসেবে বিবেচনা করা হয়েছে বলে উল্লেখ করে জাতিসংঘ। কেন না সংঘাতপূর্ণ এলাকাগুলোতে বেসামরিক নাগরিক হতাহতের ঘটনা যাচাই করা জাতিসংঘের জন্য সম্ভবপর ছিল না। এছাড়া সংঘর্ষের ফলে সৃষ্ট দ্বিতীয় পর্যায়ের প্রতিক্রিয়া অর্থাৎ পানির অভাব, খাদ্যাভাব, উপযুক্ত চিকিৎসা এবং স্বাস্থ্যসেবার অভাবে যত মানুষ মারা গেছে তার প্রকৃত সংখ্যা নির্ধারণ করাও অসম্ভব ছিল।
জাতিসংঘের ইরাকি সহায়তা মিশন জানায়, ২০১৫ সালে নিহতের সংখ্যা গত বছরের তুলনায় একটু বেশি ছিল। সেসময় অন্তত ৭ হাজার ৫১৫ জন বেসামরিক নাগরিক সহিংসতায় প্রাণ হারিয়েছিলেন। সূত্র: এনডিটিভি
গ্রন্থনা: ফারহানা করিম, সম্পাদনা: ইয়াসিন