
ঢাকা: খুলনার বাগেরহাটের হযরত খানজাহান আলী (র.) বিমানবন্দর নির্মাণের প্রকল্প প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘ফাস্টট্র্যাক’ প্রকল্পের অন্তর্ভুক্ত করা হবে। তিন বছরের মধ্যে, অর্থাৎ ২০১৯ সালে এর নির্মাণ কাজ সমাপ্ত হবে। এটি নির্মাণের জন্য ৫৩৬ একর জমি অধিগ্রহণ করবে সরকার।
মঙ্গলবার সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেননের সভাপতিত্বে অনুষ্ঠিত এক আন্তঃমন্ত্রণালয় সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। বিমানবন্দরটির নির্মাণের ব্যয় ধরা হয়েছে ৫৪৪ কোটি ৭৪ লাখ টাকা। এর মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন (জিওবি) থেকে আসবে ৪৯০ কোটি ২৭ লাখ ৫০ হাজার টাকা এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) অর্থায়ন করবে ৫৪ কোটি ৪৭ লাখ ৫০ হাজার টাকা।
সভায় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ড. মসিউর রহমান, বিনিয়োগ বোর্ডের চেয়ারম্যান ড. এস এ সামাদ, সংসদ সদস্য তালুকদার আবদুল খালেক, বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন সচিব এসএম গোলাম ফারুক, সিভিল এভিয়েশনের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এহসানুল গণি চৌধুরী, প্রধানমন্ত্রীর একান্ত সচিব ড. নমিতা হালদার এবং বাগেরহাট জেলা প্রশাসক জাহাংগীর আলম।
সভায় আলোচকরা জানান, বৃহত্তর খুলনা অঞ্চলের মানুষের অর্থনৈতিক অগ্রগতি, শিল্পায়ন ও জীবনযাত্রার মানোন্নয়নে এ বিমানবন্দর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বিশেষ করে এ অঞ্চলের প্রধান উৎপাদিত পণ্য চিংড়ি রপ্তানিতে এটি অত্যন্ত সহায়ক হবে। দ্রুত বিমানবন্দর নির্মাণ এ অঞ্চলের জনগনের প্রাণের দাবি।
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ২০১৫ সালের ৫ মে একনেকের সভায় খানজাহান আলী বিমানবন্দরের সংশোধিত প্রকল্প অনুমোদন দেয়া হয়। ওই সময় ২০১৮ সালের জুনের মধ্যে এটি বাস্তবায়ন হওয়ার কথা ছিলো।
নিউজনেক্সটবিডি ডটকম/এসকে/এসজি