
স্পোর্টস ডেস্ক: র্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকায় অস্ট্রেলিয়ায় হতে যাওয়া ২০২০ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি ‘সুপার টুয়েলভস’ –এ খেলতে পারবে না বাংলাদেশ। সাকিব আল হাসানের দল সরাসরি বিশ্বকাপ নিশ্চিত করতে পারলেও খেলতে হবে গ্রুপ পর্ব থেকে।
২০১৮ সালের ৩১ ডিসেম্বরে টি-টোয়েন্টি দলগুলোর র্যাঙ্কিং অনুযায়ী ঠিক হয়েছে ১৬ দলের এই টুর্নামেন্টের ‘সুপার টুয়েলভস’ আর গ্রুপ পর্বে কারা খেলবে। স্বাগতিক অস্ট্রেলিয়াসহ শীর্ষ দশটি দল সরাসরি বিশ্বকাপে সুযোগ পেয়েছে যার মধ্যে শীর্ষ আটটি দল সরাসরি খেলবে দ্বিতীয় পর্ব ‘সুপার টুয়েলভে’। নবম স্থানে থাকা শ্রীলঙ্কা ও দশম স্থানে থাকা বাংলাদেশকে বাছাই পর্ব থেকে আসা আরও ছয়টি দলের সঙ্গে খেলতে হবে গ্রুপ পর্বে।
২০২০ সালের ১৮ অক্টোবর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত চলবে গ্রুপ পর্বের লড়াই। গ্রুপ পর্ব থেকে চারটি দল যাবে সুপার টুয়েলভে। র্যাঙ্কিংয়ের সেরা আটে আছে যথাক্রমে পাকিস্তান, ভারত, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা, নিউ জিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও আফগানিস্তান।
গ্রন্থনা ও সম্পাদনা: এম কে রায়হান