
নিউজনেক্সট অনলাইন ডেস্ক :
চলতি বছর ভিয়েতনামের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি ৮.০২ শতাংশে পৌঁছে। প্রথমে ভিয়েতনাম সরকারের জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্য ছিল ৬-৬.৫ শতাংশ। সেই লক্ষ্যমাত্রাকেও ছাড়িয়ে গেল দেশটির জিডিপি প্রবৃদ্ধি।
২০২২ সালে এশিয়ায় সবচেয়ে দ্রুত প্রবৃদ্ধি হয়েছে ভিয়েতনামের অর্থনীতির।
দক্ষিণ-পূর্ব এশিয়ায় অনন্য নিদর্শন হতে পারে ভিয়েতনাম। দেশটি ২০১৯ সালের পর থেকে বায়ু ও সৌরবিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা চারগুণ বাড়িয়েছে। অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটির পল বার্ক এবং থাং ডোসহ অন্যান্যদের পরিচালিত একটি গবেষণা বলছে, ভিয়েতনামের এই ‘অসাধারণ অর্জন’ মূলত রাজনৈতিক ইচ্ছা এবং প্রণোদনার ফলাফল।
২০২১ সাল পর্যন্ত মাত্র চার বছরে ভিয়েতনামে সৌরবিদ্যুৎ উৎপাদনের হার শূন্য থেকে বেড়ে প্রায় ১১ শতাংশে পৌঁছেছে। এই হার শুধু বিশ্বের অন্য যেকোনো অংশের তুলনায় বেশিই নয়, এক্ষেত্রে ফ্রান্স-জাপানের মতো বৃহৎ অর্থনীতির দেশগুলোকেও পেছনে ফেলে দিয়েছে ভিয়েতনাম। গত বছর বিশ্বের ১০ম সর্বোচ্চ সৌরবিদ্যুৎ উৎপাদকের জায়গা দখল করেছে দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশটি।
পরিশুদ্ধ জ্বালানির প্রতি নিজ দেশের প্রতিশ্রুতি বোঝাতে ভিয়েতনামের প্রধানমন্ত্রী ফাম মিন চিন গত নভেম্বরে কয়লা-নির্ভর নতুন বিদ্যুৎকেন্দ্র নির্মাণ বন্ধ এবং ২০৫০ সালের মধ্যে ভিয়েতনামে কার্বন নিঃসরণের হার শূন্যে নামিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছিলেন।
ভিয়েতনামের সাধারণ পরিসংখ্যান দপ্তরের প্রধান এনগুয়েন থি হুয়ং-এর তথ্যমতে, চলতি বছর ভিয়েতনামের অর্থনৈতিক প্রবৃদ্ধির মূল চালিকাশক্তি ছিল উৎপাদন খাত। ২০২২-এ দেশটির এ খাতের প্রবৃদ্ধি ছিল ৮.২ শতাংশ।
পাশাপাশি সেবা খাতের শক্তিশালী উন্নতিও প্রবৃদ্ধিতে সহায়ক হয়েছে বলে জানান তিনি।