২০২৩ সালে বাংলাদেশের নাম্বার ওয়ান এগ্রো ইন্ড্রিাস্ট্রির টার্গেটে শেষ হলো বাংলাদেশের অন্যতম কৃষিভিত্তিক কোম্পানী ন্যাশনাল এগ্রিকেয়ার ইম্পোর্ট এন্ড এক্সপোটার্স লি: বার্ষিক সম্মেলন।

কক্সবাজারের একটি হোটেলে “প্ল্যানিং ফর ব্লুমিং” শ্লোগানকে সামনে নিয়ে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন বিশিস্ট বিনিয়োগ বিশ্লেষক এবং ন্যশনাল এগ্রিকেয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক কেএসএম মোস্তাফিজুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন কোম্পানীর পরিচালক ইয়ালিদ বিন রহমান, বক্তব্য রাখেন চীফ অপারেশন অফিসার কৃষিবিদ এম মাজেদুল হক,হেড অব অপারেশান কৃষিবিদ খন্দকার মকবুল হোসেন, ডেপুটি হেড অব অপারেশন কৃষিবিদ আলআমিন, এসিস্ট্যান জেনারেল ম্যানেজার কৃষিবিদ সোহেলুর রহমান, এসিস্ট্যান জেনারেল ম্যানেজার বিশারদ আলী, ব্র্যান্ড ম্যানেজার কৃষিবিদ সালাউদ্দিনসহ সারাদেশ আগত জেলা ও বিভাগীয় কমকর্তাবৃন্দ।