২০২৪ এর পর দেশে দারিদ্র্য থাকবে না

ঢাকা: দারিদ্র মুক্ত বাংলাদেশ গড়ায় সচেষ্ট সরকার। এই লক্ষকে সামনে রেখে সরকার কাজ করে যাচ্ছে। ২০২৪ সালের পর বাংলাদেশে দারিদ্র্য থাকবে না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
শুক্রবার বিকেল ৫টায় বাংলা একাডেমিতে ‘বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।
অর্থমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধি। বাংলাদেশ এখন বঙ্গবন্ধুর সেই স্বপ্নের পথেই আছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জমান।
বক্তব্য রাখেন, বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক শাসসুজ্জামান খান ও এফবিসিসিআইর সাবেক সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমেদ।
নিউজনেক্সটবিডি ডটকম/ডিএম/জাই