২০ জন যাত্রী নিয়ে পদ্মায় স্পিডবোট ডুবি

মাদারীপুর: মাদারীপুরের শিমুলিয়া থেকে কাঁঠালবাড়ী আসার পথে পদ্মা নদীতে ২০ জন যাত্রী নিয়ে শামীম এন্টারপ্রাইজের একটি স্পিডবোট ডুবির ঘটনা ঘটেছে। বুধবার সকালে হঠাৎ বাতাসের গতি বেড়ে যাওয়ায় এ দুর্ঘটনা ঘটে।
কাঁঠালবাড়ী লঞ্চ ঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আক্তার হোসেন জানান, সোয়া নয়টার দিকে শিমুলিয়া থেকে কাঁঠালবাড়ী আসার পথে ২০ থেকে ২২ জন যাত্রী নিয়ে স্পিডবোটটি ডুবে গেছে। আশপাশে থাকা ট্রলার, লঞ্চ ও অন্য স্পিডবোটগুলোতে থাকা লোকজন দ্রুতগতিতে তাৎক্ষণিকভাবে কয়েকজনকে উদ্ধার করতে পারেন। পরে নৌ পুলিশ ও কোস্টগার্ড উদ্ধারকাজ শুরু করে।
এদিকে, বৈরি আবহাওয়ার কারণে আজ বুধবার সকাল ৯টা থেকে শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ রেখেছে কর্তৃপক্ষ।
গ্রন্থনা ও সম্পাদনা: এম কে রায়হান