
ঢাকা: দুই জগতের জনপ্রিয় তারাকা অভিনেতা তৌকির আহমেদ এবং অভিনেত্রী মৌসুমী। দীর্ঘ ২০ বছর পর আবারো একসঙ্গে জুটি বেঁধে অভিনয় করছেন জনপ্রিয় এই দুই তারকা। সাজিন আহমেদ বাবুর পরিচালনায় নির্মিতব্য ‘মেঘ-বসন্ত’ নামের নাটকে কাজ করছেন তারা।
সম্প্রতি কক্সবাজারে সাগর পাড়ে নাটকটির কয়েকটি দৃশ্যের চিত্রায়ন সম্পন্ন হয়েছে। কক্সবাজার থেকে ফিরে বৃহস্পতিবার বাকি অংশের শুটিং শুরু হয় ঢাকার বিভিন্ন লোকেশনে।
নাটকটি প্রসঙ্গে নির্মাতা সাজিন আহমেদ বাবু বলেন, ‘যত্ন নিয়ে নাটকটি নির্মাণ করছি। তাছাড়া তৌকির ভাই এবং মৌসুমী আপা দু`জনেই প্রতিষ্ঠিত অভিনেতা-অভিনেত্রী। আশা করছি নাটকে তাদের কেমিস্ট্রি দর্শকদের মুগ্ধ করবে।’
তিনি জানান, আগামী ঈদে নাটকটি একটি বেসরকারি চ্যানেলে প্রচারিত হবে।
উল্লেখ্য, ২০ বছর আগে তৌকির-মৌসুমী `আড়াল` শিরোনামের একটি নাটকে অভিনয় করেছিলেন।
নিউজনেক্সটবিডি ডটকম/এএ/জাই