
বিনোদন ডেস্ক: জাতীয় জাদুঘরের শেখ ফজিলাতুন নেছা মুজিব মিলনায়তনে ৭১টি দেশের ২৫২টি চলচ্চিত্র নিয়ে ৯ দিনের ২১তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।
অনুষ্ঠানে বক্তব্য দেন চলচ্চিত্র উৎসবের পরিচালক আহমেদ মুজতবা জামাল। বিশেষ অতিথি ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মোকাম্মেল হোসেন। সভাপতিত্ব করেন উৎসবের পৃষ্ঠপোষক ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।
ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব আয়োজন করেছে রেইনবো চলচ্চিত্র সংসদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মার্কিন পরিচালক জন জোস্ট, পশ্চিমবঙ্গের অভিনেতা সব্যসাচী চক্রবর্তীসহ ইরান, তুরস্ক ও বিভিন্ন দেশের একাধিক নির্মাতা।
উৎসবের উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে ফাখরুল আরেফীন খান পরিচালিত ‘জে কে ১৯৭১’ প্রদর্শিত হয়। এরপর একই ভেন্যুতে দেখানো হয়েছে মার্টিন ডুপ্লাকুইট পরিচালিত চিলির সিনেমা ‘ক্যাজাডোরা’।
উদ্বোধনী আয়োজনের আগে ছিল শিল্পকলা একাডেমির ফাইন আর্টসের শিক্ষর্থী ও রিদম ড্যান্স গ্রুপের সদস্যদের পরিবেশনা। অনুষ্ঠান উপস্থাপনা করেন সাদিয়া রশ্মি সূচনা।
প্রতিদিন ৫টি ভেন্যুতে দেখানো হবে ১২৯টি পূর্ণদৈর্ঘ্য, ১২৩টি স্বল্পদৈর্ঘ্য ও স্বাধীন চলচ্চিত্র। এর মধ্যে ৮১টি বাংলাদেশের চলচ্চিত্র। ভেন্যুগুলো হলো জাতীয় জাদুঘরের বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব মিলনায়তন ও কবি সুফিয়া কামাল মিলনায়তন, শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা ও নৃত্যশালা মিলনায়তন, আলিয়ঁস ফ্রঁসেজ মিলনায়তনে প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে এসব সিনেমা প্রদর্শিত হবে।
১৯৯২ সাল থেকে নিয়মিত চলচ্চিত্র উৎসবের আয়োজন করে আসছে রেইনবো ফিল্ম সোসাইটি।