Tuesday, July 26th, 2016
কাসেমের রিভিউ শুনানির জন্য ২১ আগস্ট খারাপ দিন!
July 26th, 2016 at 3:20 am
কাসেমের রিভিউ শুনানির জন্য ২১ আগস্ট খারাপ দিন!

ফজলুল হক, ঢাকা: মীর কাসেম আলীর রিভিউ আবেদন শুনানির জন্য ২১ আগস্ট ‘খারাপ দিন’ বলে মন্তব্য করেছেন তার প্রধান আইনজীবী অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন। সুপ্রিমকোর্টের আপিল বিভাগ মীর কাসেম আলীর রিভিউ শুনানির জন্য ২১ আগস্ট তারিখ নির্ধারণ করতে গেলে তিনি এমন মন্তব্য করেন।

সোমবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহার নেতৃত্বাধীন পাঁচ সদস্যের আপিল বিভাগের বেঞ্চে মীর কাসেমের রিভিউ শুনানির সময় চেয়ে আবেদন করা হলে তিনি এ নিয়ে কথা বলেন। পরে সময় আবেদনের শুনানি শেষে আগামী ২৪ আগস্ট রিভিউ শুনানির দিন পুন:নির্ধারণ করেন আপিল বিভাগ। এই বেঞ্চের অন্য সদস্যরা হলেন- বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মোহাম্মদ বজলুর রহমান।

সোমবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে পাঁচ সদস্যের বেঞ্চের বিচারপতিরা সুপ্রিমকোর্টের আপিল বিভাগের এজলাস কক্ষে প্রবেশ করেন। আপিল বিভাগের সোমবারের কার্যতালিকায় ৬৩ নম্বর ক্রমিকে ছিলো মীর কাসেমের রিভিউ মামলাটি। ঘড়ির কাটায় সময় তখন ১১টা ৫৯ মিনিট। বিচারপতিরা আসনে বসার পর প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা ঘোষণা করেন- ‘আইটেম সিক্সটি থ্রি (৬৩)’ ।

এ সময় এজলাসের সামনের আসনে পশ্চিম সাড়িতে বসা মীর কাসেম আলীর প্রধান আইনজীবী অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন উঠে দাঁড়ান। অপরদিকে বাম পাশের সাড়িতে বসা রাষ্ট্রের প্রধান আইনজীবী অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। দাঁড়িয়ে থাকা খন্দকার মাহবুব হোসেন বলেন, ‘একটি আবেদন করা হয়েছে। রিভিউ প্রস্তুতির জন্য সময় প্রয়োজন। ভয়ে ভয়ে আদালতে আসতে হয়। আসার পথে বুক কাঁপে। দেশের যে অবস্থা দেখি, তাতে স্বস্তি পাই না। রাস্তায় আসতে গাড়ি সাত-আটবার চেক করা হয়, অস্ত্রের ঝনঝনানি শুনি।’

তখন প্রধান বিচারপতি বলেন, ‘আপনার বুক কেন কাঁপবে? আপনি আইনজীবী সমিতির সাবেক সভাপতি। ইলেকট্রনিক্স মিডিয়ায় আপনাকে তো বেশ প্রম্পটলি কথা বলতে দেখা যায়।’ খন্দকার মাহবুব হোসেন বলেন, ‘একটু ধীরে-সুস্থে প্রস্তুতি নিয়ে শুনানি করতে চাই। এটাই শেষ, তিনি লাস্ট ম্যান সিরিয়ালে (মীর কাসেম আলী)। হয়ে গেলে তো শেষ। মীর কাসেম আলী জামায়াতের শেষ ম্যান।’

এ পর্যায়ে প্রধান বিচারপতি বলেন, ‘শেষ হবে কেন, বিচার তো চলছে।’
খন্দকার মাহবুব বলেন, ‘শীর্ষ নেতাদের মধ্যে তিনিই শেষ।’

আদালত এ সময় অ্যাটর্নি জেনারেলের বক্তব্য শুনতে চান। মাহবুবে আলম বলেন, ‘দেড় মাস আগে চেম্বার বিচারপতি শুনানির দিন ঠিক করে দিয়েছেন। অনেক সময় দেয়া হয়েছে।’ আদালত এ সময় আসামিপক্ষের কাছে জানতে চান, ‘সময়ের আবেদনের কারণ কী?’ খন্দকার মাহবুব হোসেন আবারও বলেন, ‘দেশের যে অবস্থা দেখি, তাতে স্বস্তি পাই না। রাস্তায় আসতে গাড়ি সাত-আটবার চেক করা হয়, অস্ত্রের ঝনঝনানি শুনি।’

প্রধান বিচারপতি বলেন, ‘আপনার আসা-যাওয়ায় ব্যক্তিগত নিরাপত্তার প্রয়োজন হলে বলতে পারেন, ব্যবস্থা নেওয়া হবে।’ এ সময় ‘না সূচক’ জবাব দেন খন্দকার মাহবুব হোসেন। আদালত বলেন, ‘আপনি নিশ্চিত করুন, কবে শুনানির জন্য প্রস্তুত হবেন। সেই অনুযায়ী তারিখ দেব। এটি দীর্ঘ সময় হতে পারে না। চেম্বার বিচারপতি দীর্ঘ সময় দিয়ে তারিখ নির্ধারণ করেছেন।’

খন্দকার মাহবুবকে উদ্দেশ্য করে প্রধান বিচারপতি আরো বলেন, ‘আপনি বলুন, নতুবা আমরা একটা সম্ভাব্য সময় ঠিক করে দিচ্ছি। আগস্টের মধ্যে তারিখ দিতে হবে।’ এ পর্যায়ে আদালত প্রথমে ১৮ আগস্ট ও পরে ২১ আগস্ট তারিখ বলেন। ২১ আগস্ট নিয়ে আপত্তি জানিয়ে খন্দকার মাহবুব বলেন, ‘না, এটা খারাপ দিন। আমাদের প্রার্থনা ৯ সেপ্টেম্বরের পরে।’ এ সময় অ্যাটর্নি জেনারেল মনে করিয়ে দেন, ৯ সেপ্টেম্বরের পর অবকাশ শুরু।

নিউজনেক্সটবিডি ডটকম/এফএইচ/পিএসএস/এসকে


সর্বশেষ

আরও খবর

সারাদেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপন, করোনামুক্তিতে বিশেষ দোয়া

সারাদেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপন, করোনামুক্তিতে বিশেষ দোয়া


আতঙ্কিত না হয়ে স্বাস্থ্যবিধি মানার আহ্বান রাষ্ট্রপতির

আতঙ্কিত না হয়ে স্বাস্থ্যবিধি মানার আহ্বান রাষ্ট্রপতির


স্বাস্থ্যবিধি মেনে ঈদ উদযাপনের আহ্বান প্রধানমন্ত্রীর

স্বাস্থ্যবিধি মেনে ঈদ উদযাপনের আহ্বান প্রধানমন্ত্রীর


পাটুরিয়া ও আরিচা ঘাটে শেষ মুহূর্তেও ভিড়

পাটুরিয়া ও আরিচা ঘাটে শেষ মুহূর্তেও ভিড়


ঈদের দিন হতে পারে হালকা বৃষ্টি

ঈদের দিন হতে পারে হালকা বৃষ্টি


করোনায় আরও ৪০ জনের মৃত্যু

করোনায় আরও ৪০ জনের মৃত্যু


ফেরিতে যাত্রীদের চাপে ৫ জনের মৃত্যু

ফেরিতে যাত্রীদের চাপে ৫ জনের মৃত্যু


মানুষের স্রোতে জনসমুদ্র শিমুলিয়া ঘাট

মানুষের স্রোতে জনসমুদ্র শিমুলিয়া ঘাট


বায়তুল মোকাররমে পাঁচটি ঈদের জামাত

বায়তুল মোকাররমে পাঁচটি ঈদের জামাত


দেশে করোনায় মৃত্যু ১২ হাজার ছাড়াল

দেশে করোনায় মৃত্যু ১২ হাজার ছাড়াল