২৩ কেজি স্বর্ণসহ আটক ১

ঢাকা: হজরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় ২৩ কেজি ওজনের ২২৩টি স্বর্ণের বারসহ একজনকে আটক করেছে বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষ। বুধবার রাতে সিঙ্গাপুর থেকে আগত একটি ফ্লাইট থেকে এসব স্বর্ণের বার আটক করা হয়। আটককৃত ব্যক্তির নাম আতাউল মজিব।
বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষের সহকারী কমিশনার (এসি) এমএইচ আহসানুল কবির জানান, ওই যাত্রী সিঙ্গাপুর এয়ারলাইন্সের এসকিউ-৪৪৬ ফ্লাইটে রাত ১০টা ৩৪ মিনিটে ঢাকায় আসেন।
গোপন সংবাদের ভিত্তিতে তার উপর নজর রাখে শুল্ক কর্তৃপক্ষ। গ্রিন চ্যানেল দিয়ে পার হওয়ার সময় তাকে দাঁড় করিয়ে তল্লাশি করা হয়। এসময় তার কোমরে থাকা বেল্টের ভেতর থেকে ২২৩টি স্বর্ণের বার পাওয়া যায়। এগুলোর প্রতিটির ওজন ১০ তোলা। জব্দকৃত স্বর্ণের আনুমানিক মূল্য প্রায় সাড়ে ১১ কোটি টাকা বলেও জানান তিনি।
প্রতিনিধি: প্রতিবেদন, সম্পাদনা: ইয়াসিন