
ডেস্ক: তৃতীয় দিনের শুরুতেই ২৪৮ রানে গুটিয়ে গেল বাংলাদেশ। শনিবার তৃতীয় দিনের দ্বিতীয় বলে আউট হন সাকিব আল হাসান। মঈন আলীর বলে উইকেটরক্ষক জনি বেয়ারস্টোর গ্ল্যাভসে ধরা পড়েন সাকিব। আউট হওয়ার আগে করেছেন ৩১। তার আউটে বাংলাদেশ হারায় ষষ্ঠ উইকেট।
তৃতীয় দিনের আঘাতের শেষটা এখানেই নয়। উইকেট হারানোর মিছিলে সাকিবের পর যোগ দেন শফিউল ইসলাম ও মেহেদী হাসান মিরাজ। ‘নাইট ওয়াচম্যান’ হিসেবে নামা শফিউল ২ রান করে আউট হয়েছেন আদিল রশিদের বলে। আর বল হাতে অভিষেক টেস্টে আলো ছড়ানো মিরাজ ব্যাট হাতে করতে পারেননি কিছুই। মাত্র ১ রান করে যে বেন স্টোকসের বলে এলবিডাব্লিউ হয়ে ফেরেন প্যাভিলিয়নে। এর পর আউট হয়েছেন সাব্বির রহমান। বেন স্টোকসের বলে ব্যাটের কানায় লেগে ধরা পড়েন তিনি স্লিপে দাঁড়ানো অ্যালিস্টার কুকের হাতে।
দ্বিতীয় দিন শেষ করেছিল বাংলাদেশ ৫ উইকেটে ২২১ রানে। আর ইংল্যান্ড তাদের প্রথম ইনিংসে অলআউট হয়েছে ২৯৩ রানে।
গ্রন্থনা ও সম্পাদনা: প্রণব