
শরীয়তপুর: জেএসসি পরীক্ষার্থীকে যৌন হয়রানির প্রতিবাদ করায় ২৪ সহপাঠীকে পিটিয়ে আহতের ঘটনায় চার বখাটের বিরুদ্ধে মামলা হয়েছে। তবে এখনো পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি।
বিনোদপুর পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বাবুল মিয়া বৃহস্পতিবার গভীর রাতে পালং মডেল থানায় এ মামলা করেন। মামলার আসামিরা হলো, শামীম দেওয়ান (২১), আমির হোসেন দেওয়ান (২০), আবুল হোসেন (২২) ও আরিফ দেওয়ান (২০)।
এর আগে, বৃহস্পতিবার দুপুর ২টার দিকে পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে সদর উপজেলার তুলাসার ইউনিয়নের উপরগাঁও গ্রামে বখাটেরা ২৪ শিক্ষার্থীকে পিটিয়ে আহত করে। এদের মধ্যে গুরুতর অবস্থায় চার ছাত্রী ও পাঁচ ছাত্রকে সদর হাসপাতালে ভর্তি করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, সদর উপজেলার বিনোদপুর পাবলিক উচ্চ বিদ্যালয়ের জেএসসি পরীক্ষার্থী জান্নাতুল ফেরদৌস ইতিকে দীর্ঘদিন ধরে স্কুলে যাওয়া-আসার পথে উত্ত্যক্ত করতো একই উপজেলার উপরগাঁও গ্রামের সালাম দেওয়ানের ছেলে শামীম দেওয়ান (২৪)। বৃহস্পতিবার শারীরিক শিক্ষা পরীক্ষা শেষ করে স্থানীয় আঙ্গারিয় উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে বাড়ি ফিরছিল ইতি। এ সময় ভাঙা রাস্তার কাছে পৌঁছালে শামীম ও তার সহযোগীরা পথরোধ করে ইতিকে নানাভাবে উত্ত্যক্ত করে কুপ্রস্তাব দেয়।
ইতি এর প্রতিবাদ করায় বখাটেরা তাকে পিটিয়ে আহত করে। ইতির অপর সহপাঠীরাও এসময় প্রতিবাদ করলে শামীম দেওয়ান, আমির দেওয়ান ও আবুল হোসেনসহ দশ-বারোজন বখাটে তাদেরকে হকিস্টিক ও লোহার রড দিয়ে পিটিয়ে আহত করে। এ ঘটনায় আহত হয় ইতি, মীম, সুরমা, রহিমা, জসিম, সজীব, মাসুদ, শরীফ, শাহাজালাল, সাইফুল, শিশির, কাওসার, আবু সিদ্দিক ও কালুসহ ২৪ শিক্ষার্থী। আহতদের মধ্যে গুরুতর ইতি, মীম, সুরমা, রহিমা, জসিম, সজীব, সাইফুল, কাওসার ও মাসুদকে সদর হাসপাতালে ভর্তি করা হয়।
পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খলিলুর রহমান বলেন, “চারজনকে আসামি করে মামলা দায়ের হয়েছে। আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।”
গ্রন্থনা ও সম্পাদনা: আবু তাহের