
ঢাকা: শেয়ারহোল্ডারদের জন্য ২৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে ব্রাক ব্যাংক। বৃহস্পতিবার সকালে সাভারে ব্রাক-সিডিএম-এ ব্যাংকটির ১৭তম বার্ষিক সাধারণ সভায় এই ল্যাভাংশ ঘোষণা করা হয়।
সভায় সভাপতিত্ব করেন ব্র্যাক ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান ফজলে হাসান আবেদ।
তিনি জানান, ২০১৫ সালে ব্যাংক পরিচালনা মুনাফা হিসেবে ৭ হাজার ৭৯৮ মিলিয়ন টাকা অর্জন করে যা ২০১৪ সালের ৬ হাজার ৭৭৪ মিলিয়ন টাকা থেকে ১৫ দশমিক ১২ শতাংশ বেশি। ব্যাংকটি ২০১৫ সালে কর পরবর্তী মুনাফা হিসেবে ২ হাজার ৪৩৫ মিলিয়ন টাকা অর্জন করে যা ২০১৪ সালে ছিল ২ হাজার ৯১ মিলিয়ন টাকা।
সভায় আরো উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালক শিব নারায়ন কৈরী, ড. হাফিজ জি. এ. সিদ্দিকী, কাজী মাহমুদ সাত্তার, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম আর. এফ. হোসেন এবং কোম্পানি সেক্রেটারি রেইস উদ্দীন আহ্মাদসহ বিপুলসংখ্যক শেয়ারহোল্ডার।
কোম্পানির প্রতি ধারাবাহিক সহযোগিতা প্রদান করার জন্য সকল শেয়ারহোল্ডার, স্টেকহোল্ডার এবং ব্যবস্থাপনা পর্ষদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন ব্যাংকটির চেয়ারম্যান ফজলে হাসান আবেদ।
বাংলাদেশে ১৪ বছরের কার্যক্রমের মাধ্যমে ব্র্যাক ব্যাংক দেশের সর্ববৃহৎ এস.এম.ই. অর্থায়নকারী প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। ২০১৩ সালে ‘দ্য এশিয়ান ব্যাংকার’ থেকে আন্তর্জাতিকভাবে মর্যাদাপূর্ণ ‘বেস্ট ম্যানেজড ব্যাংক ইন বাংলাদেশ এওয়ার্ড’ লাভ করে ব্যাংকটি।
নিউজনেক্সটবিডি ডটকম/আইকে/জাই