
ঢাকা: জাতীয় পর্যায়ে সচেতনতা সৃষ্টির মাধ্যমে দেশের শিল্প, কৃষি ও সেবাসহ বিভিন্নখাতে উৎপাদনশীলতা বাড়াতে আগামী ২ অক্টোবর ‘জাতীয় উৎপাদনশীলতা দিবস’ উদযাপন করা হবে।
বুধবার সকালে শিল্প মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোশাররফ হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এক আন্তঃমন্ত্রণালয় সভায় এ তথ্য জানানো হয়। দিবসটি উদযাপনের জন্য শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন প্রতিষ্ঠান ন্যাশনাল প্রোডাকটিভিটি অর্গানাইজেশন (এনপিও) বহুমুখী কর্মসূচি গ্রহণ করেছে।
সভায় জানানো হয়, এ বছর উৎপাদনশীলতা আন্দোলন বেগবান করার লক্ষ্যে শ্রমিক, মালিক, পেশাজীবী, গণমাধ্যমসহ সংশ্লিষ্ট সবাইকে সম্পৃক্ত করা হবে। উৎপাদনশীলতা বিষয়ক জনসচেতনতা সৃষ্টির জন্য রাজধানীতে কেন্দ্রীয়ভাবে বর্ণাঢ্য সমাবেশ ও সেমিনার আয়োজন করা হবে।
দিবসটি উপলক্ষে বাংলা ও ইংরেজি পত্রিকায় ক্রোড়পত্র, স্মরণিকা প্রকাশ, বাংলাদেশ টেলিভিশনে টক শো, বিভাগীয় শহর, জেলা ও উপজেলা সদরের গুরুত্বপূর্ণ স্থানে পোস্টার, ব্যানার, ফেস্টুন, স্টিকার ও প্লাকার্ড স্থাপন, স্থানীয় প্রশাসন ও ট্রেড বডির সহায়তায় আলোচনা সভা ও সমাবেশ আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়।
সভায় শিল্প, স্বরাষ্ট্র এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ, সড়ক পরিবহন ও মহাসড়ক, জ্বালানি ও খনিজ সম্পদ, বিদ্যুৎ ও আইসিটি বিভাগ, বিআরটিসি, বেপজা, বিজেএমসি, বিসিক, বিএসএফআইসি, বিএসটিআই, বিএসইসি, বিআইএম, বিটিএমসিসহ রাষ্ট্রায়ত্ত বিভিন্ন প্রতিষ্ঠান, নাসিব, বিকেএমইএ, এসসিসিআই, ডিসিসিআই, বেসিস, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রসহ ট্রেড বডি ও উদ্যোক্তা সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
প্রতিবেদক- ইয়াসিন রানা, সম্পাদনা- জাহিদুল ইসলাম