
ঢাকা: আসামির জামিননামা দাখিলের পরও অর্থপাচার মামলার তিন আসামিকে মুক্তি না দেয়ার বিষয়ে আদালতে লিখিত ব্যাখ্যা দাখিল করেছেন ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপারসহ তিনজন।
এ বিষয়ে শুনানি শেষে আদেশের জন্য আগামী ১৫ জুন ধার্য করা হয়েছে।
সোমবার হাইকোর্টের বিচারপতি ফরিদ আহাম্মদ ও বিচারপতি কেএম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত বেঞ্চ দিন ধার্য করে আদেশ দেন।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। সঙ্গে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল খন্দকার দিলারুজ্জামান।
এর আগে ৯ জুন জামিননামা দাখিলের পরও অর্থপাচার মামলার ৩ আসামির কারামুক্তি কোন কর্তৃত্ববলে বাধাগ্রস্ত করা হয়েছে তার ব্যাখ্যা জানতে চান হাইকোর্ট।
ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার জাহাঙ্গীর কবির, গাজীপুর কাশিমপুর কারাগার-১ এর জেল সুপার সুব্রত কুমার বালা ও অ্যাডভোকেট অন-রেকর্ড সুফিয়া খাতুনকে ব্যাখ্যা দিতে বলা হয়।
আদালত বলেছেন, শুধু এই ৩ আসামিই নয় প্রতিদিনই অনেক আসামির কারামুক্তি বাধাগ্রস্ত করা হচ্ছে। এমন অভিযোগ আমরা প্রতিনিয়তই পাচ্ছি। আমাদের জামিননামা পাওয়ার পরও তাদের মুক্তি দেয়া হয়নি। আপনারা হাইকোর্টের কর্তৃত্বকে চ্যালেঞ্জ করেছেন।
নিউজনেক্সটবিডি ডটকম/এফএইচ/এমএস/ওয়াইএ/জাই