
ডেস্ক: চলতি বছরের ফ্রেবুয়ারি থেকে মাইক্রোব্লগিং সাইট টুইটারে সন্ত্রাসবাদী প্রচারণার জন্য ২ লাখ ৩৫ হাজার টুইটার অ্যাকাউন্ট বন্ধ করে দেয়া হয়েছে। সম্প্রতি এক টুইট বার্তায় এই তথ্য জানিয়েছে টুইটার কর্তৃপক্ষ।
ওই বার্তায় আরো জানানো হয়, সম্ভবত ওই অ্যাকাউন্টগুলো ছিল ইসলামিক স্টেট (আইএস) সমর্থকদের। বিগত বছরগুলোতে বিভিন্ন জায়গায় আইএস’র আক্রমণের পরই অনেক অ্যাকাউন্ট বন্ধের বিষয় আসে।
টুইটারকে প্রচারণার মাধ্যম হিসেবে ব্যবহার করে চলতি বছর আইএস বিভিন্ন অ্যাকাউন্টে সন্ত্রাসবাদ প্রচার করে। ‘টুইটার সেনসাস’ নামে এক ব্রুকিং প্রতিষ্ঠান খুঁজে পেয়েছে যে, ২০১৪ সালে সেপ্টেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে সন্ত্রাস দলের ৪৬ হাজার অ্যাকাউন্ট ব্যবহার হয়েছে।
যুক্তরাজ্যের অলাভজনক থিংকট্যাংক ‘র্যান্ড’ কর্পোরেশন বলছে, ২০১৪ সালের জুলাই থেকে ২০১৫ সালের মে’র মধ্যে টুইটারে আইএস ৭৫ হাজার অ্যাকাউন্টে প্রতিদিন গড়ে ৬০বার মেসেজ টুইট করেছে। তাদের মধ্যে ৫০ শতাংশেরও বেশি অনলাইনে সক্রিয় ছিলো।
টুইটার নীতি নির্ধারণী দল জানায়, ‘কোন যাদু দ্বারা ইন্টারনেটে সন্ত্রাসী বিষয়বস্তু সনাক্ত করা হচ্ছে না। এজন্য আমরা আমাদের টেকনোলজি ব্যবহার করছি।’
চলতি বছরের জুলাইয়ে প্রতিদিন ইংরেজীতে লেখা প্রায় ৭ হাজার ইসলামভীতি টুইট পাঠানো হয়ছে। এপ্রিলে প্রতিদিন ২ হাজার ৫০০টি টুইট করা হতো যা পরবর্তীতে আরো বৃদ্ধি পেয়েছে। যেটি ফ্রান্সের নিস শহর ও তুর্কিতে অভ্যুত্থানচেষ্টার পর টুইট বাড়ে এবং অ্যাকাউন্টগুলো করা হয়। সূত্র: টাইমস অব ইন্ডিয়া
প্রতিবেদক: আইরিন রবি, সম্পাদনা: সাইফুল ইসলাম