
কবিরুল ইসলাম, ভারত (শিলিগুঁড়ি থেকে): সাফ মহিলা ফুটবল চ্যাম্পিয়নশীপে আফগানিস্তানের বিরুদ্ধে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নেমেই গোলের দেখা পেয়েছে বাংলাদেশ। বল মাঠে গড়ানোর মাত্র ৬ মিনিটের মধ্যেই এগিয়ে যায় লাল-সবুজ শিবির। গোলের নায়ক অধিনায়ক সাবিনা খাতুন নিজেই।
সাবিনার থ্রু থেকে বল পেয়ে স্বপ্না এক ডিফেন্ডারকে পাশ কাটিয়ে বক্সে প্রবেশ করেন বল নিয়ে। তার নেয়া শটটি আগুয়ান গোলরক্ষক দুরানি হাসান ঠিক মতো ধরতে পারেননি। ফঁসকে যাওয়া বলটি পেয়ে যান বক্সের ডান পাশে দাঁড়িয়ে থাকা অধিনায়ক সাবিনা খাতুন। ফাঁকা পোষ্টে আলতো টোকায় জালে জড়ালে উল্লাসে মেতে উঠে বাংলাদেশ শিবির (১-০)।
১৩ মিনিটেই আবারো গোলের সুযোগ তৈরি করেছিল ছোটনের শিষ্যরা। কিন্তু সাবিনার নেয়া শটে তেমন গতি না থাকায় গোলরক্ষক দুরানি হাসান ডানদিকে ঝাঁপিয়ে বল গ্রিপে নিয়ে নেন।
পরের মিনিটেই গোলের দেখা পেয়ে যায় বাংলাদেশ। আবারো গোলের নায়ক সাবিনা। এবার তাকে বলের যোগান দিয়েছেন কৃষ্ণা রানী সরকার। মাঝ মাঠের অল্প সামনে থেকে কৃষ্ণার লবে বল পেয়ে বাঁ দিক থেকে দারুন এক ক্ষিপ্রগতির শটে লক্ষ্য ভেদ করেন বাংলাদেশ দলের অধিনায়ক সাবিনা (২-০)।
উল্লেখ্য, আজ জিতলেই সেমি ফাইনালে পা রাখবে গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা। কারণ নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক ভারতের কাছে ৫-১ গোলের বড় ব্যবধানে হেরেছিল আফগানরা।
প্রকাশ: তুহিন