Monday, November 14th, 2016
৩০ লাখ অবৈধ অভিবাসীকে দেশছাড়া করার ঘোষণা ট্রাম্পের
November 14th, 2016 at 8:05 am
৩০ লাখ অবৈধ অভিবাসীকে দেশছাড়া করার ঘোষণা ট্রাম্পের

ডেস্ক : দায়িত্ব গ্রহণের পর প্রায় ৩০ লাখ অবৈধ অভিবাসীকে তাৎক্ষণিকভাবে বিতাড়িত করার ঘোষণা দিয়েছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর প্রথম টেলিভিশন সাক্ষাতকারে এই বাক্য-বোমার বিস্ফোরণ ঘটালেন রিপাবলিকান পার্টির প্রার্থী ট্রাম্প।

যুক্তরাষ্ট্রভিত্তিক সিবিএস নিউজের ‘সিক্সটি মিনিটস’ অনুষ্ঠানের জন্য দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, অবৈধ অভিবাসীদের মধ্যে যারা অপরাধী, সংবদ্ধ অপরাধ চক্রের সদস্য, মাদক ব্যাবসায়ী, তাদের বিরুদ্ধে আমরা এই পদক্ষেপ নিতে যাচ্ছি। এমন অবৈধ অভিবাসীর সংখ্যা সম্ভবত ২০ লাখ। এমনকি এটি ৩০ লাখও হতে পারে। এদেরকে আমরা দেশ থেকে বের করে দেব। ওরা অবৈধভাবে এখানে বসবাস করছে।

যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের একটি বড় অংশ তাদের প্রতিবেশী দেশ মেক্সিকোর নাগরিক। তাদের প্রবেশ ঠেকাতে মেক্সিকো সীমান্তে দেয়াল তোলার কথা বলেছিলেন ট্রাম্প। নির্বাচনী প্রচারের সময় তিনি বলেছিলেন, সেই দেয়াল তোলার খরচ মেক্সিকোর কাছ থেকে আদায় করবেন।

এ বিষয়ে ট্রাম্পকে প্রশ্ন করা হয়, মেক্সিকো সীমান্তের কিছু অংশে দেয়ালের পরিবর্তে কাঁটাতারের বেড়া দেয়ার প্রস্তাব দেয়া হলে তিনি কি তা মানবেন? জবাবে ট্রাম্প বলেন, কিছু অংশে দেয়াল তোলাটাই হবে সঠিক পদক্ষেপ। আমি অন্তত তা-ই মনে করি। তবে নির্দিষ্ট কিছু অংশে বেড়াও দেয়া যেতে পারে।

অভিবাসন বিষয়ে পদক্ষেপ ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারের মূল বিষয় ছিল। যদিও অভিবাসন পরিকল্পনায় কিছুটা নমনীয় হওয়ার ইঙ্গিত দিয়েছিলেন ট্রাম্প। ওই সময় তিনি বলেছিলেন, এক কোটি ১০ লাখ অবৈধ অভিবাসীর মধ্যে শুধু অপরাধীদেরই যুক্তরাষ্ট্র ত্যাগ করতে হবে। নির্বাচনে জয়ী হয়ার পরও একই কথা বললেন ট্রাম্প।

গত ২৭ আগস্ট যুক্তরাষ্ট্রের আইওয়া অঙ্গরাজ্যে এক নির্বাচনী প্রচারের সময় অবৈধ অভিবাসী ধরার পরিকল্পনার কথাও জানান ট্রাম্প। তিনি জানান, এমন শনাক্তকারী ব্যবস্থা তৈরি করবেন যা অবৈধ অভিবাসীদের নিয়ন্ত্রণে কর্তৃপক্ষকে সহায়তা করবে।

ডোনাল্ড ট্রাম্প তাঁর অভিবাসী ট্রাকিং ব্যবস্থার নাম দেন ‘এন্ট্রি-এক্সিট’ কর্মসূচি। ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও যুক্তরাষ্ট্রে থাকা ব্যক্তিদের এর মাধ্যমে খুঁজে বের করা হবে। এ ছাড়া অবৈধ অভিবাসীদের যুক্তরাষ্ট্রের কল্যাণ সুবিধা পাওয়া বন্ধ করবেন বলেও জানান ট্রাম্প।

গত ৮ নভেম্বর যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। ইলেকটোরাল কলেজে সুস্পষ্ট ব্যবধানে ডেমোক্র্যাট হিলারিকে পরাজিত করেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। এরই মধ্যে হোয়াইট হাউসে তিনি প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে দেখা করেছেন। আগামী জানুয়ারি মাসে প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করবেন ট্রাম্প। সূত্র : এএফপি

সম্পাদনা: জাবেদ


সর্বশেষ

আরও খবর

রোহিঙ্গা গণহত্যার দায়ে মিয়ানমারের বিরুদ্ধে জাতিসংঘে গাম্বিয়ার মামলা

রোহিঙ্গা গণহত্যার দায়ে মিয়ানমারের বিরুদ্ধে জাতিসংঘে গাম্বিয়ার মামলা


নেপালে বাস নদীতে পড়ে নিহত ১৭

নেপালে বাস নদীতে পড়ে নিহত ১৭


মালিতে সামরিক ফাঁড়িতে হামলায় ৫৩ সৈন্য নিহত

মালিতে সামরিক ফাঁড়িতে হামলায় ৫৩ সৈন্য নিহত


স্বাধীনতা ঘোষণা করল মনিপুর

স্বাধীনতা ঘোষণা করল মনিপুর


আফগানিস্তানে মসজিদে বোমা হামলায় নিহত ৬২

আফগানিস্তানে মসজিদে বোমা হামলায় নিহত ৬২


শান্তিতে নোবেল পেলেন ইথিওপিয়ার প্রধানমন্ত্রী অ্যাবি আহমেদ

শান্তিতে নোবেল পেলেন ইথিওপিয়ার প্রধানমন্ত্রী অ্যাবি আহমেদ


তিস্তা নিয়ে আলোচনা হয়নি, বরং ভারত পেল ফেনী নদীর পানি

তিস্তা নিয়ে আলোচনা হয়নি, বরং ভারত পেল ফেনী নদীর পানি


প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন শুক্রবার

প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন শুক্রবার


রাখাইনে ৬ লাখ রোহিঙ্গা গণহত্যার চরম ঝুঁকিতে: জাতিসংঘ

রাখাইনে ৬ লাখ রোহিঙ্গা গণহত্যার চরম ঝুঁকিতে: জাতিসংঘ


আফগানিস্তানে আত্মঘাতী হামলায় নিহত ২৪, তালেবানের দায় স্বীকার

আফগানিস্তানে আত্মঘাতী হামলায় নিহত ২৪, তালেবানের দায় স্বীকার