৩২ স্থানে পানি বৃদ্ধি, ৫৩ স্থানে হ্রাস

ঢাকা: দেশের নদনদীর ৩২টি স্থানে পানি বৃদ্ধি ও ৫৩টি হ্রাস পেয়েছে। এছাড়া তিনটি স্থানে পানির অবস্থান অপরিবর্তিত রয়েছে এবং দুটি স্থানে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বুধবার এ তথ্য জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড।
জানা গেছে, ব্রহ্মপুত্র-যমুনা এবং সুরমা-কুশিয়ারা নদনদীর পানি হ্রাস পাচ্ছে। আর বৃদ্ধি পাচ্ছে গঙ্গা-পদ্মা নদীর পানি ।
ব্রহ্মপুত্র-যমুনা নদনদীর পানি হ্রাস আগামী ৭২ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। গঙ্গা-পদ্মা নদীর পানি বৃদ্ধি আগামী ৪৮ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। সুরমা-কুশিয়ারা নদীর পানি হ্রাস আগামী ২৪ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে।
সূত্র: বাসস, সম্পাদনা: শরীফ খিয়াম