
ঢাকা: টানা ৩৩ ঘন্টা পর প্রত্যাহার হলো অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট। ফলে ঢাকাসহ সারা দেশে ঘুরছে গাড়ির চাকা। কমতে শুরু করেছে জনদুর্ভোগ। বুধবার নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান এই শ্রমিক ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন।
এর আগে মতিঝিলের পরিবহন ভবনের ষষ্ঠ তলায় বাংলাদেশ সড়ক পরিবহন সমিতির কার্যালয়ে মালিক-শ্রমিক ও সরকারের ত্রিপক্ষিয় এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে শাজাহান খান বলেন, ‘আমি সারাদেশের সব পরিবহন শ্রমিকদের যান চলাচলের অনুরোধ জানাচ্ছি। গণপরিবহন বন্ধ থাকায় জনদুর্ভোগের সৃষ্টি হয়। এতে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হওয়ায় আমরা আন্তরিকভাবে দুঃখিত।’
এদিকে বাংলাদেশ সড়ক পরিবহন সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ বলেন, ‘আমরা সব টার্মিনালে গাড়ি চালু করার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছি।’
প্রসঙ্গত, মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ ও চিত্রগ্রাহক মিশুক মুনীর নিহতের ঘটনায় দায়ের করা মামলায় জামির হোসেন নামের এক পরিবহন শ্রমিককে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। এছাড়া সাভারের এক দুর্ঘটনার মামলায় মীর হোসেন মীরু নামে আরেক চালককে ফাঁসির আদেশ দিয়েছেন সিএমএম আদালত। এ কারণে প্রথমে খুলনা বিভাগে বাস ধর্মঘট শুরু হয়। মঙ্গলবার থেকে সারাদেশ অনির্দিষ্টকালের জন্য পরিবহন শ্রমিকরা ধর্মঘটের ডাক দেন।
গ্রন্থনা: সজিব ঘোষ