
ওয়াশিংটন: ৩৩ জন মার্কিন সামরিক কর্মকর্তা বিদেশে জিকা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে পেন্টাগন। মশাবাহিত ভাইরাসটিতে আক্রান্তদের মধ্যে অন্তঃসত্ত্বা একজন নারীও রয়েছেন।
পেন্টাগনের মুখপাত্র মেজর বেন কারসন বলেছেন, ধারণা করা হচ্ছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর এসব কমর্কর্তা বিদেশে জিকা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তবে ঠিক কোন দেশে বা কোথায় তারা আক্রান্ত হয়েছেন তা নির্দিষ্ট করে বলা যাচ্ছে না।
এর আগে গত সপ্তাহে স্থানীয়ভাবে যুক্তরাষ্ট্রে প্রথম কোন ব্যক্তির জিকা ভাইরাসে আক্রান্ত হওয়ার কথা জানিয়েছিল ফ্লোরিডা অঙ্গরাজ্য কর্তৃপক্ষ। মিয়ামিতে ওই আক্রান্তের ঘটনা ঘটে।
গত বছর প্রথমবারের মতো ব্রাজিলে জিকা ভাইরাস ধরা পড়ে। এটি কয়েকটি দেশে ছড়িয়ে পড়লে বিশ্বস্বাস্থ্য সংস্থা বিশ্বব্যাপী সতর্কতা জারি করেছিল।
জিকা ভাইরাসের কারণে মাইক্রোসিফ্যালি রোগ হতে পারে। অন্তঃস্বত্ত্বা নারীরা এতে আক্রান্ত হলে ত্রুটিপূর্ণ শিশুর জন্ম দেন। নিয়মিত থেকে ছোট মাথা নিয়ে জন্মগ্রহণ করে শিশুরা। সূত্র: এনডিটিভি।
নিউজনেক্সটবিডি ডটকম/এসআই