৩৪৫ কেজি চালসহ গোপালগঞ্জের সাবেক ইউপি সদস্য আটক

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ: গোপালগঞ্জে ১০ টাকা দরের ৩৪৫ কেজি চালসহ সাবেক এক ইউনিয়ন পরিষদ সদস্যকে আটক করেছে র্যাব।
আটক মান্নান হোসেন শেখ সদর উপজেলার সুকতাইল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য।
র্যাব ৮-এর মাদারীপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার এসএপি তাজুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১২ টার দিকে গোপনে খবর পেয়ে তারা মান্নু ও তার ভাই ফারুক শেখের ঘরে অভিযান চালালে সেখান থেকে খাদ্যবান্ধব কর্মসূচির সাত বস্তা চাল উদ্ধার করা হয়। বস্তাগুলোয় মোট ৩৪৫ কেজি চাল রয়েছে।
এসএপি তাজুল বলেন, এই চাল মান্নু কোথা থেকে কিনেছেন তারা জানার চেষ্টা করছেন। এ ঘটনায় র্যাবের মাদারীপুর ক্যাম্পের ডিএডি সুলতান গিয়াসউদ্দিন বাদী হয়ে মামলা করেছেন। শুক্রবার মান্নুকে গোপালগঞ্জ থানায় দেওয়া হয়েছে।