
ওয়াশিংটন: বিশ্বের ক্ষমতাধর ১শ নারীর তালিকায় ৩৬ নম্বরে উঠে এসেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতবার এ তালিকায় তার অবস্থান ছিল ৫৯-এ। সোমবার যুক্তরাষ্ট্রের ফোর্বস সাময়িকী এ তালিকা প্রকাশ করে।
তালিকায় এবারো বিশ্বের শীর্ষ ক্ষমতাধর নারী জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল। দ্বিতীয় অবস্থান ধরে রেখেছেন যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন।
এতে বিশ্ব রাজনীতিতে সবচেয়ে ক্ষমতাধর ২৬ নারীর তালিকাও তুলে ধরা হয়। এ তালিকায় শেখ হাসিনার অবস্থান ১৫তম। ক্ষমতাধর নারীদের তালিকায় রাষ্ট্র বা সরকারপ্রধান আছেন ১১ জন। এর মধ্যে রানি এলিজাবেথও রয়েছেন।
তালিকার তৃতীয় স্থানে রয়েছেন যুক্তরাষ্ট্রেরই ফেডারেল রিজার্ভের প্রধান জেনেট ইয়েলেন। চতুর্থ অবস্থানে আছেন প্রযুক্তিপ্রতিষ্ঠান মাইক্রোসফটের প্রধান বিল গেটসের স্ত্রী মেলিন্ডা গেটস।
জেনারেল মোটরসের প্রধান নির্বাহী কর্মকর্তা মেরি টেরেসা বাররা পঞ্চম এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রধান ক্রিস্টিনা ল্যাগার্ড আছেন ষষ্ঠ অবস্থানে। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার স্ত্রী মিশেল ওবামা আছেন ১৩তম অবস্থানে।
নিউজনেক্সটবিডি ডটকম/এমএস/এসআই