
ঢাকা: ৩৭তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু হবে ২০১৭ সালের ১২ ফেব্রুয়ারি। শিগগিরই এই পরীক্ষার সময়সূচিও প্রকাশ করা হবে।
মঙ্গলবার সরকারি কর্মকমিশনের (পিএসসি) এক বিজ্ঞপ্তিতে এই খবর জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট ও রংপুর কেন্দ্রে এই লিখিত পরীক্ষা নেয়া হবে। পরীক্ষার বিস্তারিত সূচি এবং আসন বিন্যাস পরে প্রকাশ করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। চলতি বছরের ২৯ ফেব্রুয়ারি ৩৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা হিসেবে এক হাজার ২২৬টি পদের বিপরীতে গত ৩০ সেপ্টেম্বর দুই লাখ ৪৩ হাজার ৪৭৬ জন চাকরিপ্রার্থী আবেদন করে।
সেখান থেকে আট হাজার ৫২৩ জনকে লিখিত পরীক্ষার জন্য যোগ্য ঘোষণা করে ১ নভেম্বর প্রিলিমিনারির ফল প্রকাশ করা হয়। লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের পরবর্তীতে ভাইভার মুখোমুখি হতে হবে।
সম্পাদনা: জাবেদ চৌধুরী