
আন্তর্জাতিক ডেস্ক: ৩৯ আরোহী নিয়ে রাশিয়ায় একটি উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনা ঘটেছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি উড়োজাহাজটি বিধ্বস্ত নয় ক্রাশ ল্যান্ড করেছে এবং এ ঘটনায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।
সোমবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবার সকালে ৩৯ জন আরোহী নিয়ে আইএল-১৮ মডেলের ওই উড়োজাহাজটি সাইবেরিয়ার অয়াকুটিয়া নামক এলাকায় বিধ্বস্ত হয়। জানা যায় ৩৯ জন আরোহীর মধ্যে ৩২জন যাত্রী এবং সাতজন ক্রু ছিলেন। এর আগে কানাস্ক এয়ারফিল্ড থেকে উড়োজাহাজটি উড্ডয়ন করে।
এদিকে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আরটি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতির বরাত দিয়ে জানিয়েছে, এ ঘটনায় উড়জাহাজটিতে থাকা ৩৯জন আরোহীই বেঁচে রয়েছেন। তাদের মধ্যে ১৬ জন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে তিকসি এলাকার হাসপাতালগুলোতে পাঠানো হয়েছে।
প্রাথমিকভাবে উড়োজাহাজ বিধ্বস্তের কারণ জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে খারাপ আবহাওয়ার কারণে এই দুর্ঘটনা ঘটে।
গ্রন্থনা: রাকিব