
মানিকগঞ্জ: ঘন কুয়াশায় কারণে ৩ ঘন্টা বন্ধ থাকার পর দেশের বৃহত্তর ফেরি সার্ভিস পাটুরিয়া-দৌলতদিয়া রুটে সকল ধরনের ফেরি চলাচল শুরু হয়েছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) পাটুরিয়া ফেরি সেক্টরের এজিএম মো. নাসির উদ্দিন জানান, ঘনকুয়াশার কারণে সোমবার সকাল ৬ টা থেকে ৯টা পর্যন্ত এই রুটে সকল ধরণের ফেরি চলাচল বন্ধ থাকে। ফলে মানিকগঞ্জের পাটুরিয়া ও রাজবাড়ীর জেলার দৌলতদিয়া ফেরিঘাট হয়ে দেশের পশ্চিম ও দক্ষিণাঞ্চলের ২১ জেলা সরাসরি যোগাযোগ ব্যবস্থা কার্যত সাময়িক বন্ধ থাকে। সোমবার সকাল ৯টার দিকে ঘনকুয়াশা কেটে গেলে পুণ:রায় ফেরি চলাচল শুরু করে বলে দায়িত্বশীল ওই কর্মকর্তা জানান।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাটের ব্যবস্থাপক শফিকুল ইসলাম ফেরির মাষ্টারদের উদ্বৃতি দিয়ে এ প্রতিনিধিকে জানান, শেষ রাতের দিক থেকে কুয়শার তীব্রতা বাড়তে থাকে। সকাল ৬টার দিকে মাত্রারিক্ত কুয়াশা পরতে থাকলে নিকটবর্তী কোন বস্তুটিও দেখা সম্ভব না হওয়ায় দুর্ঘটনা এড়াতে কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী ফেরি চলাচল সাময়িক বন্ধ রাখা হয়। এসময় পাটুরিয়া ঘাটে ৮টি, মাঝ নদীতে ৫টি এবং দৌলতদিয়া ঘাটে ৩ টি ফেরি যাত্রী ও যানবাহন বোঝাই করে নৌঙর করে থাকে।
প্রতিনিধি: শাহজাহান বিশ্বাস, সম্পাদনা: জাবেদ