৩ বছরে ইফার ২৮৫ বই বাংলা একাডেমির ১৭৮

ঢাকা: ইসলামিক ফাউন্ডেশন ও বাংলা একাডেমী, এই দুই প্রতিষ্ঠানের মাধ্যমে তিন বছরে ৪৫৮টি বই প্রকাশ করেছে সরকার। চলতি মাসের প্রথম সপ্তাহে জাতীয় সংসদে উত্থাপিত বাজেট প্রস্তাবের সাথে সংযুক্ত ‘মধ্যমেয়াদী বাজেট কাঠামো ২০১৬-১৭ হতে ২০১৮-১৯’ নামের এক গ্রন্থে এ তথ্য দেয়া হয়েছে।
বইটিতে ইসলামিক ফাউন্ডেশনের বিগত তিন অর্থবছরের অর্জন সম্পর্কে বলতে গিয়ে লেখা হয়, ‘জনগণের নৈতিক মূল্যবোধ উন্নয়নে ২৮৫টি গবেষণামূলক ও ইসলামি পুস্তক প্রকাশ করা হয়েছে।’ আর বাংলা একাডেমীর অর্জনের ক্ষেত্রে অর্থ বিভাগ লিখেছে, ‘বিগত তিন অর্থবছরে উচ্চশিক্ষার সকল স্তরে পাঠ্যপুস্তক এবং বাংলা ভাষা, সাহিত্যে গবেষণা ও উন্নয়ন সংক্রান্ত মোট ১৭৩টি গ্রন্থ প্রকাশ করা হয়।’
নিউজনেক্সটবিডি ডটকম/এসকে