
শরীফ খিয়াম, ঢাকা: বিগত তিন অর্থবছরে চার হাজার ৫৮২ কোটি আট লাখ টাকার সমপরিমাণ বৈদেশিক মুদ্রা আয় করেছে দেশের তিন প্রতিরক্ষা বাহিনী। এরমধ্যে সেনাবাহিনী সর্বোচ্চ তিন হাজার ৬২৪ কোটি ৮৬ লাখ, নৌবাহিনী ৫৫৮ কোটি ৩৩ লাখ এবং বিমান বাহিনী ৩৯৮ কোটি ৮৯ লাখ টাকা আয় করেছে।
জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে কাজ করে তারা এ অর্থ আয় করেছে বলে সরকারি এক প্রকাশনার প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত অধ্যায়ে উল্লেখ রয়েছে।‘মধ্যমেয়াদী বাজেট কাঠামো ২০১৬-১৭ হতে ২০১৮-১৯’ –শীর্ষক বইটির সশস্ত্র বাহিনী বিভাগ সম্পর্কিত অনুচ্ছেদে আবার বলা হয়েছে, ‘সশস্ত্র বাহিনীর ২২ হাজার ৩২৫ জন সদস্য প্রেরণের মাধ্যমে ৫৯৩ মিলিয়ন মার্কিন ডলার সমপরিমাণ বৈদেশিক মুদ্রা আয় হয়েছে।’
এর আগে প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত অধ্যায়ে জানানো হয়, একই সময়ে জাতিসংঘ মিশনের জন্য বেল হেলিকপ্টার কিনেছে সেনাবাহিনী। এখানে আরো বলা হয়, নৌবাহিনীর ৬৭৩ জন সদস্য, দুটি জাহাজ, একটি সাপোর্ট ভ্যাসেল ও ২৬টি বোট শান্তিরক্ষা মিশনে নিয়োজিত আছে। আর তিন বছরে বিমান বাহিনীর এক হাজার ৬৫১ জন কর্মকর্তা মিশনে অংশ নিয়েছেন।
ওই সময়ে সেনাবাহিনীর দুই হাজার ১৪৬ জন প্রশিক্ষণ কোর্স এবং ২২ হাজার ৩৯১ জন ট্রেনিং প্যাকেজে অংশ নিয়েছেন। নৌবাহিনীর ৫৪১ কর্মকর্তা এবং ৭৮৪ জন নাবিক বিদেশে প্রশিক্ষণ নিয়েছেন। যার মধ্যে ১২৭ জন কর্মকর্তা ও ৩৮৭ জন নাবিক আবার সাবমেরিন, করভেট ও এভিয়েশনের ওপর বিদেশে প্রশিক্ষণ নিয়েছেন। এছাড়া ওই তিন বছরে বিমান বাহিনীর নয় হাজার ৮৬১ জন কর্মকর্তা ও বিমান সেনা দেশে ও বিদেশে উচ্চতর প্রশিক্ষণ নিয়েছেন।
নিউজনেক্সটবিডি ডটকম/এসকে