
ঢাকা: জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, বর্তমানে মন্ত্রণালয়, বিভাগ ও সরকারি দফতরসমূহে শূন্য পদের সংখ্যা ৩ লাখ ২৮ হাজার ৩১১টি।
বৃহস্পতিবার সংসদে সরকারি দলের সদস্য নুরুন্নবী চৌধুরীর এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, ২০১৫ সালে ডিসেম্বর পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী মন্ত্রণালয়, বিভাগ ও সরকারি দফতরসমূহে কর্মরত কর্মকর্তা-কর্মচারীর সংখ্যা ১৩ লাখ ৮২ হাজার ৩৯৩ জন। এদের মধ্যে মহিলা কর্মকর্তা-কর্মচারী ৩ লাখ ৭৮ হাজার ৩৫৪ জন এবং পুরুষ কর্মকর্তা-কর্মচারী ১০ লাখ ৪ হাজার ৩৯ জন।
সরকারি দলের সদস্য বেগম ওয়াসিকা আয়শা খানের অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, জনপ্রশাসন মন্ত্রণালয় স্ব-উদ্যোগে কোনো নতুন পদ সৃষ্টি করে না। সাধারণত নতুন কোনো দফতর সৃষ্টি কিংবা বিদ্যমান কোনো দফতরের কার্যক্রমের পরিধি বাড়লে সংশ্লিষ্ট মন্ত্রণালয়-বিভাগের চাহিদার পরিপ্রেক্ষিতে জনপ্রশাসন মন্ত্রণালয় নতুন পদ সৃজনে প্রচলিত বিধি অনুযায়ী সম্মতি প্রদান করে থাকে।
তিনি বলেন, বিভিন্ন মন্ত্রণাল-বিভাগ এবং এর অধীন সংস্থাসমূহের চাহিদার পরিপ্রেক্ষিতে সরকারি কর্ম কমিশনের মাধ্যমে ৮ম, ৯ম ও ১০ থেকে ১২ গ্রেডের (১ম ও ২য় শ্রেণী) শূন্য পদে জনবল নিয়োগ করা হয়ে থাকে। ১৩ থেকে ২০ গ্রেডের (৩য় ও ৪র্থ শ্রেণী) শূন্য পদ স্ব স্ব দফতর-সংস্থার নিয়োগবিধি অনুযায়ী সংশ্লিষ্ট দফতর বা সংস্থার মাধ্যমে পূরণ করা হয়ে থাকে। এটি একটি চলমান প্রক্রিয়া। সূত্র: বাসস
নিউজনেক্সটবিডি ডটকম/জাই