
ঢাকা: জাতীয় সংসদে বুধবার চারটি সংসদীয় স্থায়ী কমিটি পুনর্গঠন করা হয়েছে। সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে চিফ হুইপ আ স ম ফিরোজ এ পুনর্গঠনের প্রস্তাব উত্থাপন করলে তা কণ্ঠভোটে পাস হয়।
পুনর্গঠিত স্থায়ী কমিটিগুলো হলো- আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি, বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি, অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।
আবদুল মতিন খসরুকে সভাপতি করে আইন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে অন্যান্য সদস্যের মধ্যে রয়েছেন- আইনমন্ত্রী আনিসুল হক, মো. তাজুল ইসলাম চৌধুরী, বেগম সায়েরা খাতুন, এডভোকেট শামসুল হক টুকু, আব্দুল মজিদ খান, তালুকদার মো. ইউনুস, জিয়াউল হক মৃধা, বেগম সফুরা খাতুন ও আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী।
মো. তাজুল ইসলামকে সভাপতি করে বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির অন্য সদস্যরা হলেন, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, মোতাহার হোসেন, নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন, এনামুল হক, ওয়ারেসাত হোসেন বেলাল, আ ক ম বাহাউদ্দিন, মো. সানোয়ার হোসেন, লায়লা আরজুমান্দ বেগম ও হাসান ইমাম খান।
নুর-ই-আলম চৌধুরীকে সভাপতি করে অনুমিত হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির অন্য সদস্যরা হলেন, সোলায়মান জোয়ার্দার সেলুন, আলহাজ দবিরুল ইসলাম, আ খ ম জাহাঙ্গীর হোসাইন, তাজুল ইসলাম, শেখ ফজলে নূর তাপস, সুকুমার রঞ্জন ঘোষ, ইউসুফ আবদুল্লাহ হারুন, বেগম সাহানারা ও আব্দুল ওয়াহাব।
একাব্বর হোসেনকে সভাপতি করে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির অন্য সদস্যরা হলেন, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, রমেশ চন্দ্র সেন, এ কে এম এ আউয়াল (সাইদুর রহমান), রেজোয়ান আহমেদ তৌফিক, ফয়েজুর রহমান, নাজমুল হক প্রধান, বেগম লুৎফুন্নেসা ও নাজিম উদ্দিন।
গ্রন্থনা ও সম্পাদনা: জাহিদ