৪০ কেজি বিস্ফোরকসহ গ্রেফতার ১

ঢাকা: রাজধানীর কোতোয়ালী থানা এলাকা থেকে ৪০ কেজি বিস্ফোরকসহ কমল দত্ত নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার গভীর রাতে কোতোয়ালী থানার শাখারী বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান জানান, গোপন তথ্যের ভিত্তিতে বুধবার গভীর রাতে ওই এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ৪০ কেজি বিস্ফোরকসহ তাকে গ্রেফতার করা হয়।
তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন কমল। তার বিরুদ্ধে কোতোয়ালী থানায় মামলা হয়েছে।
নিউজনেক্সটবিডি ডটকম/আইকে/জাই