৪৫ ককটেলসহ দুই ডাকাত গ্রেফতার

ঢাকা: রাজধানীর শেরে বাংলা নগরে ডাকাতির প্রস্তুতিকালে ৪৫টি ককটেলসহ দুই ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার মধ্যরাতে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃরা হলেন, রাকিব ও রফিকুল ইসলাম।
শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিজি বিশ্বাস জানান, শনিবার মধ্যরাতে শেরেবাংলা নগর থানার শিশু মেলার সামনে থেকে ডাকাতির প্রস্তুতিকালে তাদেরকে গ্রেফতার করা হয়।ঘটনাস্থল থেকে ৪৫টি ককটেল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে শেরে বাংলা নগর থানায় মামলা হয়েছে বলেও জানান ওসি।
নিউজনেক্সটবিডি ডটকম/আইকে/এসআই