
ঢাকা: আগামী ৪ আগস্ট থেকে এ বছরের হজ ফ্লাইট শুরু হয়ে ৫ সেপ্টেম্বর পর্যন্ত ফ্লাইট চলবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন। তিনি বলেন, ‘এ বছর এক লাখ এক হাজার ৭৫৮ জন বাংলাদেশি নাগরিক পবিত্র হজ পালন করতে পারবেন। ফিরতি হজ ফ্লাইট পরিচালনা করা হবে ১৭ সেপ্টেম্বর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত।
মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে ২০১৬ সালের নির্বিঘ্নে হজ কার্যক্রম সম্পাদনের জন্য আয়োজিত এক আন্ত:মন্ত্রণালয় সভায় তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, হজ যাত্রীদের মধ্যে অর্ধেক বাংলাদেশ বিমানে এবং অর্ধেক যাত্রী সৌদিয়া এয়ারলাইন্স পরিবহন করবে। প্রতি ফ্লাইটে তিনজনের বেশি মোয়াল্লেম নেয়া যাবে না।
তিনি বলেন, ‘থার্ড ক্যরিয়ারের মাধ্যমে হজ ফ্লাইট পরিচালনা করা যাবে না। প্রথমবারের মতো হজে গমনেচ্ছুদের ফিঙ্গারপ্রিন্ট বাধ্যতামূলক করা হয়েছে। জনপ্রতি ৪৬ কে জি মালামাল পরিবহন করা যাবে।’ জমজমের পানি বিমান মন্ত্রণালয় ও ধর্ম মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় এনে জনপ্রতি পাঁচ লিটার করে দেয়া হবে বলেও জানান রাশেদ খান মেনন।
নিউজনেক্সটবিডি ডটকম/পিএসএস/এসজি