৪ জুলাই ব্যাংক বন্ধ
ঢাকা: সকল ব্যাংক ৪ জুলাই বন্ধ থাকবে। বাংলাদেশ ব্যাংক এই মর্মে একটি সার্কুলার জারি করেছে। এছাড়া কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে ব্যাংকগুলোকে শিল্প এলাকায়, বিশেষত যেখানে তৈরি পোশাক কারখানা রয়েছে, সংশ্লিষ্ট ব্যাংকের শাখাগুলোকে ২ এবং ৩ জুলাই খোলা রাখতে নির্দেশ দেয়া হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক এফএম মোকাম্মেল হক রোববার এ তথ্য নিশ্চিত করেছেন। সার্কুলারে ব্যাংকগুলোকে দুইদিনের জন্য তাদের সংশ্লিষ্ট শাখাগুলোর কর্মকর্তা কর্মচারিদের জন্য ‘ওভারটাইম’ নিশ্চিত এবং পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে।
মহাব্যবস্থাপক বলেন, ‘৪ জুলাই এর ছুটির কারণে ব্যাংকগুলো ১৬ জুলাই (শনিবার) খোলা থাকবে।’
উল্লেখ পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে ৪ জুলাইকে সরকার সাধারণ ছুটি হিসেবে ঘোষণা করেছে।
নিউজনেক্সটবিডি ডটকম/এসজি/জাই