
ঢাকা: দশম জাতীয় সংসদের বাজেট অধিবেশন বুধবার বিকাল ৫ টায় শুরু হচ্ছে।
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে গত ১৫ মে বর্তমান সংসদের ১১তম ও বাজেট অধিবেশন আহবান করেছেন।
এ অধিবেশনে ২০১৬-১৭ অর্থবছরের বাজেট পেশ এবং পাস করা হবে। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বৃহস্পতিবার জাতীয় সংসদে বাজেট পেশ করবেন। ফলে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অধিবেশন। অধিবেশনটি দীর্ঘ হবে।
এ অধিবেশনে বাজেট পেশ ছাড়াও বেশ কিছু গুরুত্বপূর্ণ বিল পাস হতে পারে। বুধবার বিকাল ৪টায় অনুষ্ঠেয় সংসদ কার্য-উপদেষ্টা কমিটির সভায় অধিবেশনের কার্যক্রম ও মেয়াদ বিশেষ করে প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনার সময়কাল নির্ধারণ করা হবে।
সংসদ সচিবালয়ের আইন শাখা থেকে জানানো হয়, বাজেট অধিবেশনে নতুন ও পুরাতন মিলিয়ে মোট ২০টি বিল পাসের অপেক্ষায় রয়েছে। এর মধ্যে পুরাতন বিল রয়েছে ১৮টি। আর নতুন বিল ২টি। দু’টি নতুন বিল হচ্ছে রেলওয়ে সম্পত্তি (অবৈধ দখল উদ্ধার) বিল ২০১৬ ও বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইপারি কাউন্সিল বিল ২০১৬। আইন শাখা জানায় অধিবেশন চলাকালে আরো নতুন বিল জমা হতে পারে।
এর আগে দশম জাতীয় সংসদের দশম অধিবেশন ২৪ এপ্রিল শুরু হয়ে ৫ মে শেষ হয়। মোট ৯ কার্যদিবসের এ অধিবেশনে মোট ১৪টি সরকারি বিল পাস হয়। আইন প্রণয়ন সম্পর্কিত কাজ সম্পাদনের পাশাপাশি কার্যপ্রণালী বিধির ৭১ বিধিতে ২৩৫টি নোটিশ পাওয়া যায়। নোটিশগুলো থেকে ১২টি গৃহীত নোটিশের মধ্যে ১টি আলোচিত হয়। এছাড়া ৭১(ক) বিধিতে দুই মিনিটের আলোচিত নোটিশের সংখ্যা ৬১টি ছিল।
এছাড়া এ অধিবেশনে প্রধানমন্ত্রীর উত্তর দানের জন্য সর্বমোট ১২৫টি প্রশ্ন পাওয়া যায়। তার মধ্যে তিনি ৪৪টি প্রশ্নের উত্তর দেন। মন্ত্রীদের জন্য আনা ১ হাজার ৮৫২টি প্রশ্নের মধ্যে ১ হাজার ২৯২টি প্রশ্নের জবাব দেন।
নিউজনেক্সটবিডি ডটকম/এমএস/এসআই