
ঢাকা: ঔষধ প্রশাসনের অনুমোদন ছাড়া কোনো ধরনের বিশেষজ্ঞবিহীন বিভিন্ন ধরনের হারবাল ঔষধ তৈরি ও প্রতারণার অভিযোগে ৫টি হারবাল মেডিকেলের চিকিৎসককে কারাদণ্ড দিয়েছেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
বুধবার র্যাব-১০ এর সিনিয়র এএসপি মো. সাজ্জাদ হোসেন ও ঔষধ প্রশাসন অধিদফতরের তত্ত্বাবধায়ক মো. ওয়ালী উল্লাহ’র উপস্থিতিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
র্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম জানান, নিরাময় আর্য়োবেদিক মেডিকেলের চিকিৎসক মো. ইউসুফ হোসেনকে (৩৪) ৬ মাসের ও মো. কবির হোসেনকে (২০) ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড, দেশ হারবাল মেডিকেলের চিকিৎসক মো. মোফাজ্জল হোসেনকে (৩২) ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড, কলিকাতা হারবাল মেডিকেল ইউনানী ঔষধালয়ের চিকিৎসক মো. শামীম মিয়া (২৪), আল-মামুন মিয়া (২৬), মো. রাহাত মিয়া (৪২) প্রত্যেককে ৩ মাস করে বিনাশ্রম কারাদণ্ড, ইন্ডিয়ান হারবাল মেডিকেলের চিকিৎসক মো. উজ্জল হাওলাদারকে (২৪) ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং নিয়মিত মামলা দায়ের করার নির্দেশনা দেয়া হয়েছে।
তিনি আরো জানান, প্রতিষ্ঠানগুলোকে সীলগালা করা হয়েছে। পরে সেফা হারবাল মেডিকেলে অভিযান পরিচালনা করলে মালিক ও কর্মচারীকে না পাওয়ায় প্রতিষ্ঠানটিকেও সীলগালা করার নির্দেশ প্রদান করা হয়।
প্রতিবেদন: প্রীতম সাহা সুদীপ, সম্পাদনা-জাহিদুল ইসলাম