
ডেস্ক: বয়সের হাফ সেঞ্চুরি পূর্ণ করার পর মা হলেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী জ্যানেট জ্যাকসন। জ্যানেট পপ সম্রাট মাইকেল জ্যাকসনের বোন। নয় ভাই বোনের মধ্যে তিনি সবার ছোট।
২০১২ সালে কাতারের ব্যবসায়ী উইসাম আল মানা’কে বিয়ে করেন এ তারকা। এটি জ্যানেটের তৃতীয় বিয়ে।
সম্প্রতি এক বিবৃতিতে এ দম্পতি সন্তান জন্মের খবরটি নিশ্চিত করেন।
গত এপ্রিল মাসে পূর্ব নির্ধারিত একটি অনুষ্ঠান বাতিল হওার পর গুঞ্জন উঠে জ্যানেট জ্যাকসন মা হতে চলেছেন। অবশেষে সে গুঞ্জন সত্যিতে পরিনত হলো। পঞ্চাশ বছর বয়সে প্রথম মা হওার স্বাদ পেলেন জ্যানেট।
সদ্য ভূমিষ্ঠ পুত্র সন্তানকে ঘিরে দারুন আনন্দিত এ দম্পতি। ছেলের নাম রাখা হয়েছে এইসা আল মানা।
এ নিয়ে এ তারকার বন্ধু-বান্ধব, স্বজনরা জানাচ্ছেন অভিনন্দন। সেই সঙ্গে টুইটারে তার ভক্তরাও তাকে অভিনন্দন জানাচ্ছেন।
উল্ল্যেখ্য, সাতবার গ্রামি পুরস্কার প্রাপ্ত এ পপ তারকার প্রথম অ্যালবাম প্রকাশিত হয় ১৯৮২ সালে। এখন পর্যন্ত ১১টি অ্যালবাম প্রকাশ করেছেন জনপ্রিয় এই সঙ্গীত তারকা।
গ্রন্থনা: নাহিদ ন্যাস, সম্পাদনা: জাহিদ