
রিও ডি জেনিরো: ৫২ বছরে এই প্রথম কোনো অ্যাথলেট পরপর দুই অলিম্পিকে ৮০০ মিটারে সোনা জিতেছেন। রিও অলিম্পিকে ৮০০ মিটারে সোনা জিতেছেন কেনিয়ান অ্যাথলেট ডেভিড রুডিশা।
৮০০ মিটারের ইতিহাসে দ্রুততম আটটি দৌড়ের ছয়টিই তার। বর্তমান বিশ্ব ও অলিম্পিক রেকর্ডও তারই। যেটি গড়েছেন ২০১২ লন্ডন অলিম্পিকে, ১ মিনিট ৪০.৯১ সেকেন্ড সময় নিয়ে জিতেছিলেন সোনা। জিতেছেন ২০১১ ও ২০১৫ বিশ্বচ্যাম্পিয়নশিপেও।
তবে মঙ্গলবার আর রেকর্ড হয়নি। ৮০০ মিটার দৌড়াতে রুডিশা সময় নিয়েছেন ১ মিনিট ৪২.১৫ সেকেন্ড। রুপাজয়ী আলজেরিয়ার তৌফিক মাকলুফির সময় লেগেছে ১ মিনিট ৪২.৬১ সেকেন্ড। ব্রোঞ্জ জয়ী যুক্তরাষ্ট্রের ক্লেটন মারফির সময় নিয়েছেন ১ মিনিট ৪২.৯৩ সেকেন্ড।
তবে ৮০০ মিটারের দৌড়ে শুরুতে পিছিয়ে পড়েছিলেন রুডিশা। কিন্তু শেষ ৪০০ মিটারে রুডিশা দৌড়ালেন বোল্টের মতো করে। বড় বড় কদমে এত জোরে দৌড়ালেন যে আলফ্রেডকে পেছনে ফেলে এগিয়ে গেলেন অনেক দূর।
নিউজনেক্সটবিডি ডটকম/ ময়ূখ ইসলাম/মাহতাব/সাইফুল