
ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ি এবং খিলগাঁও থেকে ৫৫ লাখ টাকার জাল নোটসহ ৫ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত অভিযান চালিয়ে যাত্রাবাড়ী থানার দক্ষিণ যাত্রাবাড়ী শেখের পাড়া এলাকা এবং খিলগাঁও থানার রেলগেট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
বিভিন্ন উৎসব উপলক্ষে তারা প্রস্তুতকৃত জালনোট বাজার জাত করে থাকেন। আসন্ন রোজার ঈদকে সামনে রেখে তারা জাল নোটগুলো তৈরি করেছিলেন।
গ্রেফতারকৃতরা হলেন, মো. নান্নু মিয়া ওরফে নান্নু মেম্বার, মো. ইয়াছিন মোল্লা, মো. হাবিবুর রহমান মোল্লা, মো. রকিব হাসান ওরফে শাওন ও মো. সুজন।
ডিএমপির (মিডিয়া) উপ কমিশনার হাজী মো. মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতকারকৃতরা পেশাদার জালনোট বিক্রেতা। প্রায় ৭/৮ বছর ধরে নিজেরা জালনোট তৈরি করে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় পাইকারী ও খুচরা বিক্রি করে আসছিলেন। জালনোট তৈরি করে খুচরা পর্যায়ে বিতরণের কৌশল হিসেবে তারা বিভিন্ন স্তর অবলম্বন করেন এবং প্রতিটি স্তরেই রয়েছে তাদের একাধিক সিন্ডিকেট।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জাল টাকা প্রস্ততকারী চক্রের প্রায় ৩০/৩৫ জনকে চিহ্নিত করে ধারাবাহিক ভাবে তাদের বিরুদ্ধে অভিযান শুরু করে মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। এই সিরিজ অভিযানে ঢাকার বিভিন্ন এলাকা থেকে ইতোমধ্যে একাধিক জালটাকা তৈরির কারখানাও চিহিৃত করা হয়েছে। জালটাকা প্রস্তুতকারী চক্রের বিরুদ্ধে ডিবির চলমান এই অভিযান অব্যাহত থাকবে।
নিউজনেক্সটবিডি ডটকম/আইকে/ওয়াইএ