
নিউজনেক্সট অনলাইন ডেস্ক
উত্তরা ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টসের চেয়ারম্যানসহ পাঁচ পরিচালককে অপসারণ করে নতুন চার স্বতন্ত্র পরিচালক নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর আগে নিয়মনীতি না মেনে ঋণ অনিয়মের ঘটনায় সম্পৃক্ততা পেয়ে গত জুন মাসে এসএম শামসুল আরেফিনকে ব্যাবস্থাপনা পরিচালক পদ থেকে অপসারণ করেছিল কেন্দ্রীয় ব্যাংক।
ঋণ অনিয়মের কারণে বৃহস্পতিবার পাঁচ পরিচালককে অপসারণে বাংলাদেশ ব্যাংকের পৃথক চিঠি পাওয়ার কথা জানিয়েছেন উত্তরা ফিন্যান্সের কোম্পানি সচিব মোহাম্মদ মহিবুর রহমান।
অপসারণ করা এই পাঁচ পরিচালকের চারজনই উত্তরা গ্রুপের বিভিন্ন কোম্পানির মনোনীত হিসেবে উত্তরা ফাইন্যান্সের পর্ষদে ছিলেন। ব্যাংক বর্হিভূত এ আর্থিক প্রতিষ্ঠানের পাঁচ পরিচালককে অপসারণের বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মেজবাউল হকও।
কেন্দ্রীয় ব্যাংক যে পাঁচজনকে অপসারন করেছেন তারা হলেন- চেয়ারম্যান রাশেদুল হাসান (উত্তরা অটোমোবাইল ম্যানুফ্যাকচারার্সের মনোনীত পরিচালক), ভাইস চেয়ারম্যান মতিউর রহমান (উত্তরা অটোমোবাইলস লিমিটেডের মনোনীত পরিচালক), উদ্যোক্তা পরিচালক জাকিয়া রহমান, নাইমুর রহমান (উত্তরা মোটর করপোরেশন লিমিটেডের মনোনীত) ও কাজী ইমদাদ হোসেন (উত্তরা মোটরস লিমিডেটের মনোনীত)।
নতুন নিয়োগ পাওয়া স্বতন্ত্র পরিচালকরা হলেন সদ্য অবসরোত্তর ছুটিতে যাওয়া সেনা কর্মকর্তা মোহাম্মদ মাকসুদুর রহমান, সাবেক পুলিশ কর্মকর্তা মইনুর রহমান চৌধুরী, সাবেক রাষ্ট্রদূত মাহবুব উজ জামান ও হিসাববিদ মোহাম্মদ সালাউদ্দিন চৌধুরী।
উত্তরা ফাইন্যান্সের পর্ষদে পুরনোদের মধ্যে থাকছেন তাহমিনা রহমান তিনা ও দুই স্বতন্ত্র পরিচালক এএস জহির মুহাম্মাদ ও মায়া রানী রায়।