৬,৪০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

চট্টগ্রাম: নগরীর চান্দগাঁও থানাধীন সিঅ্যান্ডবি এলাকায় তল্লাশি চালিয়ে ছয় হাজার ৪০০ পিস ইয়াবাসহ মো কায়সার (২০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। আটক কায়সার কক্সবাজারের টেকনাফ উপজেলার শিলি বুনিয়া পাড়ার আহমেদ হোসাইনের পুত্র। শুক্রবার দিনগত রাত দেড়টার দিকে সিএন্ডবি রাস্তার মোড়ের ওসমানিয়া গ্লাস ফ্যাক্টরির সামনে থেকে ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়।
চান্দগাঁও থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) সঞ্জয় সাহা বলেন, ‘হেঁটে যাওয়ার সময় সন্দেহ হলে আমরা কায়সারকে থামতে বলি। পরে তার হাতে থাকা শপিং ব্যাগ থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। সে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে টেকনাফ থেকে ইয়াবাগুলো বিক্রির উদ্দেশ্যে চট্টগ্রাম নগরীতে নিয়ে এসেছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।
নিউজনেক্সটবিডি ডটকম/এসপিকে/ওয়াইএ