
ঢাকা: গোপালগঞ্জের টুঙ্গীপাড়ার পাশাপাশি নারায়ণগঞ্জের বন্দর, নরসিংদীর পলাশ, চট্টগ্রামের বোয়ালখালী, কুমিল্লার আদর্শ সদর ও চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটের শতভাগ এলাকায় বিদ্যুৎ সংযোগ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এসময় তিনি বিদ্যুৎ উৎপাদনের ব্যয়ের দিকটি তুলে ধরে সবার উদ্দেশে বলেন, `আশা করি, বিদ্যুৎ ব্যবহারে সবাই একটু মিতব্যয়ী হবেন, সাশ্রয়ী হবেন। তাতে বিলও আপনাকে কম দিতে হবে।`
‘উন্নয়নমূলক কাজের মাধ্যমে দেশকে দারিদ্র্যমুক্ত করতে কাজ করছে সরকার। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ও স্বপ্ন বাস্তবায়নের মধ্য দিয়ে বাংলাদেশকে দারিদ্র্যমুক্ত করবো, বাংলার দুখী মানুষের মুখে হাসি ফোটাবো’
এছাড়া শনিবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানে শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন, পায়রা বন্দরের বহিঃনোঙ্গর থেকে পণ্য খালাসের মাধ্যমে অপারেশনাল কার্যক্রমের উদ্বোধনসহ কয়েকটি উন্নয়ন কাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
নিউজনেক্সটবিডি ডটকম/এমআই