
ঢাকা: ঐতিহাসিক ছয় দফা দিবস মঙ্গলবার। ১৯৬৬ সালের এই দিনে (৭ জুন) নতুন মাত্রা পায় ছয় দফা দাবি আদায়ের আন্দোলন। সেদিন আওয়ামী লীগের ডাকে হরতাল চলাকালে নিরস্ত্র জনতার উপর পুলিশ ও তৎকালীন ইস্ট পাকিস্তান রেজিমেন্ট (ইপিআর) গুলিবর্ষণ করে। এতে ঢাকা এবং নারায়ণগঞ্জে মনু মিয়া, সফিক ও শামসুল হকসহ ১১ জন শহিদ হন।
জাতি আজও যথাযোগ্য সম্মানে স্মরণ করে দিনটি। ছয় দফা দিবস উপলক্ষে পৃথক পৃথক বাণী দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ। দিনটি উদযাপন লক্ষে ঢাকাসহ সারা দেশেই অসংখ্যক কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
পাকিস্তানি শাসন-শোষণ-বঞ্চনা থেকে মুক্তির লক্ষ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৬৬ সালের ৫ ফেব্রুয়ারি লাহোরে সরকারবিরোধী সর্বদলীয় সভায় ঐতিহাসিক ৬ দফা দাবি পেশ করেন। ঢাকায় ফিরে তিনি ৬ দফার পক্ষে দেশব্যাপী গণআন্দোলন গড়ে তোলেন। একই বছরের ৮ মে স্বৈরাচারী আইয়ুব সরকার বঙ্গবন্ধুকে গ্রেফতার করে জেলে পাঠান।
পরে বঙ্গবন্ধু ঘোষিত ৬ দফা দেশের শোষিত ও বঞ্চিত মানুষের মুক্তির সনদে পরিণত হয়ে উঠে।
নিউজনেক্সটবিডি ডটকম/এসকে