
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শেখ রাসেলের জন্মবার্ষিকী ও শেখ রাসেল দিবসকে সামনে রেখে আন্তর্জাতিক দাবা টুর্নামেন্ট হতে যাচ্ছে। বৃহস্পতিবার (১৩ অক্টোবর) থেকে শুরু হওয়া এই টুর্নামেন্ট শেষ হবে ২০ অক্টোবর। সাইফ পাওয়ারটেক লিমিটেডের পৃষ্ঠপোষকতায় শেখ রাসেল কাপ দলগত দাবা চ্যাম্পিয়নশিপ ঢাকায় হচ্ছে। ছয় জাতির আমন্ত্রণমূলক দাবা ইভেন্টটিতে স্বাগতিক বাংলাদেশ ছাড়াও ভুটান, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান ও শ্রীলংকা অংশগ্রহণ করছে।
টুর্নামেন্টটি রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে হবে। প্রথম পর্ব শেষে শীর্ষস্থানীয় তিনটি দলকে নিয়ে সুপার লিগ পর্ব হবে। সুপার লিগও হবে রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে। বিজয়ীদের মোট ১০ হাজার মার্কিন ডলার অর্থ পুরস্কার দেওয়া হবে। এর মধ্যে চ্যাম্পিয়ন দল ৪ হাজার মার্কিন ডলার, রানার্স-আপ দল ৩ হাজার মার্কিন ডলার, তৃতীয় স্থান প্রাপ্ত দল ২ হাজার মার্কিন ডলার ও চতুর্থ স্থান প্রাপ্ত দল ১ হাজার মার্কিন ডলার করে অর্থ পুরস্কার পাবে।
বাংলাদেশ দলে তিন গ্র্যান্ডমাস্টার ও দুই আন্তর্জাতিক মাস্টার খেলতে যাচ্ছে। নিজেদের দাবা কক্ষে আয়োজিত টুর্নামেন্টে শিরোপায় চোখ স্বাগতিকদের। দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন আহমেদ বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘আমরা শেখ রাসেল দাবা চ্যাম্পিয়নশিপে ভালো ফল করতে চাই। এখানে রেটিং বাড়ানোর সুযোগ আছে। আশা করছি ভালো কিছু করতে পারবে নিয়াজ-রাজীবরা।’