
নিউ ইয়র্ক: জাতিসংঘ সাধারণ পরিষদের ৭১তম অধিবেশনে বাংলাদেশকে সহ-সভাপতি নির্বাচিত করা হয়েছে। সোমবার জাতিসংঘ সাধারণ পরিষদের সভায় বাংলাদেশকে সর্বসম্মতভাবে ৭১তম অধিবেশনের সহ-সভাপতি হিসেবে নির্বাচিত ঘোষণা করা হয়। জাতিসংঘের এশিয়া-প্যাসিফিক গ্রুপের পক্ষ থেকে বাংলাদেশের প্রার্থিতার প্রস্তাব করা হয়েছিল।
আশা করা হচ্ছে ৭১তম অধিবেশনের সহ-সভাপতি হিসেবে বাংলাদেশ জাতিসংঘ কার্যক্রমে আরো জোরালো ভূমিকা রাখার অবকাশ পাবে। ৭১তম অধিবেশনে সভাপতি পদে নির্বাচিত হয়েছে ফিজি।
১৯৭৪ সালের সেপ্টেম্বরে বাংলাদেশ জাতিসংঘের ১৩৬তম সদস্য হয়। ওই বছরই জাতিসংঘ সাধারণ পরিষদের ২৯তম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের সরকারপ্রধান হিসাবে প্রথমবারের মতো জাতিসংঘে ভাষণ দেন। সেসময়ে তিনি বাংলায় বলেছিলেন, ‘এটা একটা ঐতিহাসিক মুহূর্ত, যাতে বাংলাদেশের নিজেদের ভাগ্য নির্ধারণের অধিকার নিশ্চিত করার লড়াইয়ের স্বীকৃতি মিললো।’
বাংলাদেশ জাতিসংঘের গুরুত্বপূর্ণ বিভিন্ন সংস্থায় দায়িত্বপূর্ণ পদে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে আসছে। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সর্বোচ্চ সেনা প্রেরণকারী দেশ হিসেবে বিশ্বশান্তি রক্ষায় বাংলাদেশের অবদান সব দেশের কাছে প্রশংসিত হয়ে আসছে।
নিউজনেক্সটবিডি ডটকম/এমএস/এসআই