
ডেস্ক: গডফাদার-২, ট্যাক্সি ড্রাইভার, সিলভার লাইনিংস প্লেবুক প্রভৃতি সাড়া জাগানো চলচ্চিত্রের প্রধাণ প্রধাণ চরিত্র ফুটিয়ে তোলা রবার্ট ডি নিরো’র ৭৩ তম জন্মবার্ষিকী আজ। ১৯৪৩ সালের ১৭ আগস্ট নিউ ইয়র্কের ম্যানহাটন এলাকার গ্রীনউইচ ভিলেজে তিনি জন্মগ্রহন করেন। তার মা ভার্জিনিয়া এডমিরাল ছিলেন চিত্রশিল্পী ও কবি, অন্যদিকে রবার্ট ডি নিরো (সিনিয়র) ছিলেন এবস্ট্র্যাক্ট একপ্রেশনিষ্ট শিল্পী এবং ভাস্কর।
১৯৭৩ সালে ‘ব্যাং দ্য ড্রাম স্লোলি’ সিনেমায় লিগ বেজবল খেলোয়াড চরিত্রে অভিনয় করে তিনি সকলের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হন। বিখ্যাত পরিচালক মার্টিন স্কর্সিসের সাথে পেশাগত দিক থেকে ভালো বোঝা-পড়া থাকায় শিল্পগুণে সমৃদ্ধ বহু চলচ্চিত্র উপহার দিয়েছে এই পরিচালক-অভিনেতা জুটি।
মিন স্ট্রীট, রেইজিং বুল, কেইপ ফিয়ার, দি ডিয়ার হান্টার, অ্যাওয়েকেনিং, গুডফেলাস, এনালাইজ দিস, মিডনাইট রান, মীট দি প্যারেন্টস, দি গুড শেফার্ড প্রভৃতি রবার্ট ডি নিরো অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলোর মধ্যে অগ্রগণ্য।
প্রতিবেদক: এস. কে. সিদ্দিকী, সম্পাদনা: তুসা