
স্পোর্টস ডেস্কঃ ২৭ সেপ্টেম্বর বাংলাদেশ দলের শ্রীলঙ্কা সফর থাকলেও শ্রীলঙ্কা থেকে সবুজ সংকেত না পাওয়ায় সিরিজ পেছানো প্রায় নিশ্চিত। শনিবার বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান জানান, সব ঠিক থাকলে অক্টোবরের ৭ থেকে ১০ তারিখের মধ্যে শ্রীলঙ্কা যাবে বাংলাদেশ।
আকরাম জানান, শ্রীলঙ্কা সফরে যাওয়ার আগে নতুন স্বাস্থ্য নির্দেশিকা হাতে পেতে হবে বিসিবির। গত এক সপ্তাহ ধরেই বিসিবি শ্রীলঙ্কার নতুন স্বাস্থ্য নির্দেশিকার অপেক্ষায় আছে। আরও দুই-তিন নাকি অপেক্ষাতেই থাকবে বিসিবি। নির্দেশিকা হাতে পেলে তবেই নিজেদের সিদ্ধান্ত জানাবে বিসিবি।
তিনি বলেন, দুই-তিনদিনের মধ্যে আমরা সিদ্ধান্তটা পাবো। যেহেতু সফর পেছাচ্ছে, যে সময়ে আমাদের যাওয়ার কথা ছিল সেই সময়ে যেতে পারছি না, সে জন্য আরও কিছুদিন আমাদের অপেক্ষা করতে হবে। শ্রীলঙ্কা থেকে আগের কথাই বলেছে। আশা করছি আগামী দুই-তিনের মধ্যে আমাদের জানিয়ে দেবে।